সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। শুভেচ্ছার বন্যা বইছে সর্বত্র। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফেও শুভেচ্ছা জানানো হল ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীকে। সেই সঙ্গেই আশা, মহাকাশ অভিযানে সুনীতার দক্ষতাকে ব্যবহার করে ভারতও এই ক্ষেত্রে নিজের মতো করে এগিয়ে যাবে।
ইসরো এক্স হ্যান্ডলে লিখেছে, ‘স্বাগতম সুনীতা উইলিয়ামস। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ অভিযানের পর আপনার নিরাপদ প্রত্যাবর্তন এক অসাধারণ অর্জন। মহাকাশ অনুসন্ধানের প্রতি নাসা, স্পেসএক্স এবং আমেরিকার প্রতিশ্রুতির প্রমাণ! আপনার অধ্যাবসায় এবং নিষ্ঠা বিশ্ব জুড়ে মহাকাশপ্রেমীদের অনুপ্রাণিত করে চলেছে। ইসরোর সভাপতি ও সচিবের হিসেবে আমি আমার সতীর্থদের তরফ থেকে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। এবং আগামিদিনের শুভেচ্ছাও। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে যখন ভারতকে এক উন্নত দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা হচ্ছে, তখন আমরা মহাকাশ অনুসন্ধানে আপনার দক্ষতাকে কাজে লাগাতে চাই।’
Welcome back, Sunita Williams!
Your safe return after an extended mission aboard the ISS is a remarkable achievement. A testament to NASA, SpaceX, and the USA’s commitment to space exploration! Your resilience and dedication continue to inspire space enthusiasts around the…
— ISRO (@isro) March 19, 2025
প্রসঙ্গত, ৯ মাসের ব্যোমযাত্রা শেষে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ ফ্লোরিডায় সমুদ্রে অবতরণ করে সুনীতাদের মহাকাশযান। সুনীতার সঙ্গে একই মহাকাশযানে ঘরে ফিরেছেন বুচ, নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। সুনীতাদের পৃথিবীতে ফেরাতে গত জানুয়ারি মাসে এলন মাস্ককে দায়িত্ব দেন ট্রাম্প। কোমর বেঁধে নেমে পরে মাস্কের সংস্থা স্পেস এক্স। এলন মাস্ক ও নাসার উদ্যোগে অবশ্য ব্যর্থ হয়। ১২ মার্চ ভোর ৫টা ১৮ নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু রকেট লঞ্চপ্যাডের এক ক্রুটির কারণে এই মিশন বাতিল করা হয়। অবশেষে শনিবার ভোরে মহাকাশের উদ্দেশে রওনা দেয় স্পেস এক্স ড্রাগন ক্যাপসুল ক্রু নাইন। সেই যানেই শেষপর্যন্ত বুধবার ভোরে পৃথিবীতে ফেরলেন সুনীতারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.