ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস রচনা করেছে চন্দ্রযান ৩। সূর্যের পথে যাত্রা করেছে আদিত্য এল১। এবার ইসরোর নজর শুক্রের দিকে। আপাতত নতুন পরিকল্পনা শুক্রযান ১-কে ঘিরে। ইসরো প্রধান এস সোমনাথ পুজো দিলেন গুজরাটের সোমনাথে মহাদেব মন্দিরে।
চন্দ্রযান ৩ এবং আদিত্য এল১-এর উৎক্ষেপণের আগেও ইসরোর (ISRO) বিজ্ঞানীদের দেখা গিয়েছিল মন্দিরে পুজো দিতে যেতে। এবার শুক্র অভিযানের পরিকল্পনার মধ্যেই ইসরো প্রধান পুজো দিলেন। কিন্তু কেন শুক্র? আসলে শুক্রকে ঘিরে বিজ্ঞানীদের কৌতূহল বরাবরই খুব বেশি। পৃথিবীর থেকে ১০০ গুণ বেশি ঘন শুক্রের আবহাওয়ামণ্ডল। গ্রহজুড়ে কেবলই অ্যাসিড। আশঙ্কা, যেভাবে দূষণ বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে পৃথিবীর দশাও এমন ভয়ঙ্কর হতে পারে। সুতরাং, শুক্রকে ঠিকভাবে নিরীক্ষণ করলে বিষয়টি আরও ভালো বোঝা যাবে।
আর তাই শুক্রযান ১-এর পরিকল্পনা।
অবশ্য এই নামকরণ হয়ে গিয়েছিল ২০১২ সালে। এই মিশনের প্রধান লক্ষ্যই হল শুক্রকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা। ‘পৃথিবীর যমজ’ গ্রহটির আবহাওয়ামণ্ডল থেকে ভূমিতল, সবই খতিয়ে দেখার কথা শুক্রযানের। শুক্রে (Venus) কি প্রাণ রয়েছে? বিজ্ঞানীদের ধারণা, আপাত ভাবে তেমন সম্ভাবনা নেই। কিন্তু হতেই পারে অতি সূক্ষ্ম আদ্যপ্রাণী রয়েছে সেখানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.