সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দু’দিন পরেই চাঁদের মাটিতে নামতে চলেছে ভারতের ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। সফলভাবে অবতরণ করতে পারলেই ইতিহাস গড়বে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের (Moon) দক্ষিণ মেরুতে পৌঁছবে ইসরোর চন্দ্রযান। তার মধ্যেই চন্দ্রপৃষ্ঠের নতুন ছবি প্রকাশ করল ইসরো। বুধবার যেখানে নামতে চলেছে বিক্রম, সেই এলাকার ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।
সোমবার সকালে চন্দ্রপৃষ্ঠের চারটি ছবি প্রকাশ করেছে ইসরো। গর্তে ভরা অসমান জমি রয়েছে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে। ছবি দেখেই পরিষ্কার, একেবারে এবড়ো-খেবড়ো এলাকায় সফট ল্যান্ডিং করবে ভারতের বিক্রম। প্রসঙ্গত, এই অঞ্চলে নামতে গিয়েই রবিবার ভেঙে টুকরো হয়ে গিয়েছিল রুশ চন্দ্রযান লুনা ২৫। ২০১৯ সালে ধ্বংস হয়েছিল ভারতের চন্দ্রযানও। তবে ২০২৩ সালের চন্দ্রযানে (Chandrayaan 3) এখনও পর্যন্ত কোনও বিপত্তি ঘটেনি। চন্দ্রপৃষ্ঠে নামার শেষ কক্ষপথেও সফল ভাবে ঢুকে পড়েছে ভারতের বিক্রম।
এহেন পরিস্থিতিতেই সোমবার ফের বিক্রমের তোলা চাঁদের ছবি প্রকাশ করল ইসরো। জানা গিয়েছে, এই এলাকাটি পৃথিবীর একেবারে উলটো দিকে। এখানকার রুক্ষ জমির উপরেই নেমে পড়বে বিক্রম। চাঁদের এই ছবিগুলি তুলেছে ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা। এই ক্যামেরার কাজ হল, বিক্রমের ল্যান্ডিংয়ের জন্য অপেক্ষাকৃত নিরাপদ জায়গা খুঁজে বের করা। গভীর খাদ বা বোল্ডার নেই- এমন জায়গা খুঁজে সেখানেই বিক্রমের সফট ল্যান্ডিং।
Chandrayaan-3 Mission:
Here are the images of
Lunar far side area
captured by the
Lander Hazard Detection and Avoidance Camera (LHDAC).This camera that assists in locating a safe landing area — without boulders or deep trenches — during the descent is developed by ISRO… pic.twitter.com/rwWhrNFhHB
— ISRO (@isro) August 21, 2023
ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী বুধবার অর্থাৎ ২৩ আগস্ট ভারতীয় সময় বিকেল ছ’টা চার মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম। তবে তার আগে তীব্র উৎকণ্ঠায় ভুগছেন ইসরোর বিজ্ঞানীরা, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের। যদিও চন্দ্রযান ৩ উৎক্ষেপণের সময়ে ইসরো জানিয়েছিল, গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও উন্নতমানের যান পাঠানো হচ্ছে চাঁদের মাটিতে। এখনও পর্যন্ত ভারতের চন্দ্রযানের কাজে কোনও ত্রুটিও ধরা পড়েনি। শেষ পর্যন্ত সফলভাবে চাঁদের মাটিতে নেমে কাজ শুরু করুক বিক্রম, সেই প্রার্থনায় মগ্ন গোটা দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.