ছবি: ইসরোর এক্স হ্যান্ডল থেকে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোরকদমে ‘মিশন গগনযান’-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো। বুধবার অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী পাঠানোর পরিকল্পনায় এক নয়া পদক্ষেপ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। গগনযানের ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা গিয়েছে এদিন।
ইসরোর তরফে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ‘গগনযান মিশনে ইসরোর সিই২০ ক্রায়োজেনিক ইঞ্জিন এখন মানুষকে নিয়ে যাওয়ার উপযুক্ত। কঠোর পরীক্ষায় ইঞ্জিনের দক্ষতা প্রমাণিত হয়েছে। প্রথম ক্রুবিহীন LVM3 G1 উড়ানের জন্য সিই২০ ইঞ্জিনটিও গ্রহণযোগ্যতার পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে।’
Mission Gaganyaan:
ISRO’s CE20 cryogenic engine is now human-rated for Gaganyaan missions.Rigorous testing demonstrates the engine’s mettle.
The CE20 engine identified for the first uncrewed flight LVM3 G1 also went through acceptance tests.https://t.co/qx4GGBgZPv pic.twitter.com/UHwEwMsLJK
— ISRO (@isro) February 21, 2024
প্রসঙ্গত, এই ক্রায়োজেনিক ইঞ্জিনকেই বেছে নেওয়া হয়েছে গগনযানের মিশনের জন্য। আজকের পরীক্ষাটি এই সংক্রান্ত সপ্তম পরীক্ষা। ইসরোর অন্যতম স্বপ্নের প্রকল্প গগনযান (Gaganyaan)। এর জন্য বিশেষ ভাবে প্রস্তুতি নিয়েছে ইসরো। সাধারণত মহাকাশ থেকে ফেরার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলে ঘর্ষণের ফলে মহাকাশযানে আগুন লাগার আশঙ্কা থাকে। কিন্তু গগনযানের ক্ষেত্রে যাতে তেমন না হয়, তা নিশ্চিত করতে চায় ইসরো। মহাকাশ গবেষণায় নিজস্ব অবদান রাখতে নিরন্তর কাজ করে চলেছে ভারত। আরও বড় লক্ষ্যে পৌঁছতে আগেই ‘মিশন গগনযান’-এর (Mission Gaganyaan) কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে একক মহাকাশযাত্রা করবে ভারত। আর সেই পথে এগোতে জোরকদমে চলছে প্রস্তুতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.