Advertisement
Advertisement
Missile

উচ্চগতির টার্গেটে আঘাত হানতে সক্ষম, আরও দুই মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত

ওড়িশার বালেশ্বর ও চাঁদিপুর থেকে ছোঁড়া হল মাঝারি পাল্লার মিসাইল দুটি, জানাল DRDO।

India today carried out two successful test firings of the Medium Range Surface to Air Missile system air defence systems: DRDO | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 30, 2022 5:38 pm
  • Updated:March 30, 2022 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিনের মধ্যেই ফের ক্ষেপণাস্ত্রের (Missile) সফল উৎক্ষেপণ করল ভারত। উচ্চগতিসম্পন্ন টার্গেটে আঘাত হানতে সক্ষম দুটি মধ্যম মানের ক্ষেপণাস্ত্র ছোঁড়া হল ওড়িশা উপকূল থেকে। সাফল্যের কথা জানিয়ে টুইট করেছে ডিআরডিও (DRDO)। সোমবারই মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের (Surface to Air Missile) সফল পরীক্ষা চালানো হয়েছিল। তিনদিনের মধ্যে ফের ওই একই মিসাইল উৎক্ষেপণ করা হল বুধবার।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হয়েছে মিসাইল দুটি। তা সরাসরি উচ্চগতির টার্গেটে আঘাত করেছে। একটি চাঁদিপুর থেকে ও অন্যটি বালেশ্বর থেকে ছোঁড়া হয়েছে এদিন। এটি ভূমি থেকে আকাশপথে আঘাত হানতে সক্ষম। DRDO’র তরফে মিসাইল উৎক্ষেপণের ভিডিও টুইট করা হয়েছে।

একের পর এক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে আধুনিক যুদ্ধে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে ভারত। গত বুধবারই ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয় আন্দামান ও নিকোবরে (Andaman and Nicobar)। গত মাসেই আরও একটি নতুন প্রযুক্তির ব্রহ্মস (Brahmos) সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওড়িশার (Odisha) বালেশ্বর উপকূলেই ওই ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়েছিল। তার আগে আরও একটি ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল ভারতীয় নৌবাহিনী। যেটি সমুদ্রযুদ্ধে বিশেষভাবে কার্যকরী। শত্রুপক্ষের সাবমেরিন বা জাহাজে নির্ভুল নিশানায় আক্রমণ করতে পারদর্শী।

[আরও পড়ুন: মূল্যবৃদ্ধির ক্ষতে প্রলেপ! সরকারি কর্মচারীদের DA বাড়াল কেন্দ্র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement