Advertisement
Advertisement

Breaking News

India Robot

মহাকাশে মহিলা রোবট পাঠাবে ভারত, জানালেন বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরেই শুরু হতে পারে এই নতুন অভিযান।

India set to send female robot to space, says central minister | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 27, 2023 2:30 pm
  • Updated:August 27, 2023 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার গগনায়ন অভিযানে মহিলা রোবট ‘ব্যোমমিত্রা’কে পাঠানোর কথা ঘোষণা করলেন বিজ্ঞান মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

জি২০ কনক্লেভ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, “করোনা অতিমারীর জন‌্য গগনায়ন প্রকল্প পিছিয়ে যায়। এবার আমরা প্রথম ট্রায়াল অভিযান চালাব অক্টোবরে। মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর মতোই ফিরিয়ে আনাও খুব জরুরি।”

Advertisement

[আরও পড়ুন: মোদির প্রিয় খেলা কী? মন কি বাত অনুষ্ঠানে অ্যাথলিটের প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী]

অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই মহাকাশযানটি যাবে। তবে এর দ্বিতীয় পর্যায়ের অভিযানে মহাকাশযান চেপে যাবে ভারতের মহিলা রোবটটি (Female Robot)। সে মানুষের মতোই সব কাজ করবে। যদি সব কিছু ঠিকঠাক চলে। তাহলে আমরা এই অভিযান আরও এগিয়ে নিয়ে যাব। আর এই বোরট পাঠানো নিয়ে উৎসাহ তুঙ্গে ভারতবাসীর।

চন্দ্রযানের সাফল্যে উৎসাহ পেয়ে শুধু রোবট পাঠানোই নয়, আরও একাধিক মিশন শুরু করতে চলেছে ইসরো। সূর্যে অভিযান চালাতে মিশন আদিত্য এল১ (Aditya L1) শুরু হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই উৎক্ষেপণ করা হবে আদিত্য এল১কে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসের ২ তারিখ সূর্যের উদ্দেশে পাড়ি দেবে ইসরোর (ISRO) যান।  অন্তত ১২৭ দিন ধরে সূর্যের কক্ষপথের দিকে এগোবে এই যান। এই সময়ের মধ্যে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে আদিত্য এল১। তারপরেই পৌঁছে যাবে সূর্যের উপবৃত্তাকার কক্ষপথে। 

[আরও পড়ুন: শিবশক্তি পয়েন্ট থেকে এগিয়ে চলেছে রোভার প্রজ্ঞান, ISROর নতুন ভিডিওতে রইল ঝলক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement