Advertisement
Advertisement
ভারত

আগামী ৮০ বছরে ভারতের জলবায়ু পরিবর্তনের প্রভাব হবে ধ্বংসাত্মক! বলছেন গবেষকরা

জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে কৃষিতে, আশঙ্কা বিজ্ঞানীদের।

India May Suffer Devastating Climate Change Impact In 80 Years:Researcher
Published by: Sucheta Chakrabarty
  • Posted:June 6, 2020 2:46 pm
  • Updated:June 6, 2020 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমফান, নিসর্গের মত প্রাকৃতিক বিপর্যয় ইতিমধ্যেই সাড়া ফেলেছে ভারতে। তবে এগুলো নাকি ট্রেলর। আগামী ৮০ বছরে ভারতের জলবায়ুর পরিবর্তন হয়ে উঠতে পারে আরও ধ্বংসাত্মক! এমনটাই জানাচ্ছেন গবেষকরা।

আগামী ৮০ বছরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ দেখার প্রবল সম্ভাবনা ভারতে। চরম তাপপ্রবাহ, বিধ্বংসী বন্যা, ভয়ানক শক্তিশালী ভূমিকম্প (Earthquake) এই সবকিছুই হতে পারে। তাই পৃথিবীর অর্থনীতি, পরিবেশ, সমাজকে বাঁচানোর পূর্বে ধরাধামকে রক্ষার প্রয়োজন। প্রতিটি দেশকে বারংবার গ্রিন হাউস গ্যাস নির্গমনের পরিমাণ কমাতে সতর্কবার্তারও প্রচার করা হচ্ছে। সৌদি আরবের বিশ্ববিদ্যালয় আব্দুলাজিজ-এর প্রফেসর মনসুর আলমাজৌরি (Mansour Almazroui) জানিয়েছেন, “একুশ শতকে ভারতের বার্ষিক সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৪.২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ভারতের মত জনঘনত্ব বহুল দেশে এমনিতেই প্রকৃতি খামখেয়ালি। অনুমানিক একুশ শতকের বাকি সময়েই হয়তো ভারত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হবে।” ইতিমধ্যেই সেই প্রাকৃতিক বিপর্যয়ের সামান্য নমুনা দেখেছে ভারতের কিছু রাজ্য। আমফান, নিসর্গ, হিমাচল প্রদেশের হড়পা বান ইত্যাদিকে সেক্ষেত্রে খুবই সামান্য বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

[আরও পড়ুন:‘মঙ্গলসূত্র নয়, মাস্ক পরানোই রীতি’, করোনা আবহে বিয়েতে ভাইরাল নবদম্পতির ভিডিও বার্তা]

‘আর্থ সিস্টেমস অ্যান্ড সায়েন্স’-এই জার্নালের একটি রিপোর্টে বলা হয়েছে ভারতের অবস্থা আগামীদিনে সবচেয়ে খারাপ হতে চলেছে। কেবলমাত্র তীব্র তাপপ্রবাহ বা উষ্ণতার লাগামছাড়া বৃদ্ধি নয়, ভয়াবহ বন্যার সম্ভাবনাও রয়েছে ভারতে। ওই জার্নালের রিপোর্টে বলা হয়েছে যে উত্তর-পশ্চিম ভারতে মূলত ভয়াবহ বন্যার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত তাপমাত্রার ফলে হিমবাহ গলে পৃথিবীতে জলস্তরের পরিমাণ বাড়ছে। সেই কথা মানুষকে বোঝাতে বারে বারে সোচ্চার হয়েছেন বিজ্ঞানীরা। সেই জলস্তর বৃদ্ধির ফলেই বন্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা। পাশাপাশি বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ মাত্রাতিরিক্তভাবেও হঠাৎই বেড়ে যেতে পারে বলেও মনে করছেন গবেষকরা।

[আরও পড়ুন:বেসরকারি হাসপাতালে কম খরচে করোনা চিকিৎসা সম্ভব? কেন্দ্রের কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট]

তবে বন্যা হোক বা তাপপ্রবাহ, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি এই সব কিছুরই কিন্তু প্রত্যক্ষ প্রভাব পড়বে কৃষিতে। ফলে ভারতের জলবায়ুর এই ধ্বংসাত্মক পরিবর্তনের জেরে টান পড়তে পারে শষ্য ভাণ্ডারে। খাদ্যশষ্যের মৃল্য বৃদ্ধির সঙ্গে দেশের অর্থনীতি আরও তলানিতে ঠেকতে পারে। তাই এই বেলায় সচেতন হওয়া প্রয়োজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement