Advertisement
Advertisement

Breaking News

Hurricane Ida

মার্কিন মুলুকে আছড়ে পড়ল ভয়ংকর Hurricane, ‘ইদা’র দাপটে উলটো বইছে মিসিসিপি নদী

দেখেছেন ভিডিওটি!

Hurricane Ida Forces Mississippi River To Flow in Reverse | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:August 30, 2021 2:01 pm
  • Updated:August 30, 2021 3:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির রোষ আছড়ে পড়ল আমেরিকায় (America)। ভয়াবহ হ্যারিকেন ‘ইদা’য় (Hurricane Ida) বিপর্যস্ত মার্কিন মুলুক। ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল তা। আর পরিস্থিতি এমনই যে হ্যারিকেন ‘ইদা’ তাণ্ডবে উলটো বইতে শুরু করল মিসিসিপি নদী (Mississippi River)। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ভিডিও।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় রবিবার বিকেলে আমেরিকার লুইজিয়ানা প্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ‘ক্যাটেগরি ৪’-এর হ্যারিকেন ‘ইদা’। সমুদ্রে দেখা যায় প্রবল জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড়ের কারণে সেখানকার লোকজনের ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে। এর আগে শনিবার দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসায় নিউ অরলিয়্যান্সের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: মহাকাশে মিশে গেল তিনটি ব্ল্যাক হোল! বিরল ঘটনার সাক্ষী হলেন ভারতীয় বিজ্ঞানীরা]

মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, রবিবার স্থানীয় সময় দুপুর নাগাদ নিউ অরলিয়্যান্সের ১৬০ কিলোমিটার দক্ষিণের বন্দরে আছড়ে পড়ে হ্যারিকেন ‘ইদা’। তারপরই বাড়তে থাকে হ্যারিকেনের প্রকোপ। সমুদ্র, আশপাশের নদীতে দেখা যায় তীব্র জলোচ্ছ্বাস। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক জায়গায় হ্যারিকেনের প্রভাবে উপড়ে যায় গাছপালা। ইতিমধ্যে প্রভাবিত এলাকা থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে উদ্ধারকারী দলও। সতর্কবার্তা জারি করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), নিউ অরলিয়্যান্সের গর্ভনর।

তবে সবচেয়ে আশ্চর্যের, হ্যারিকেন ‘ইদা’র প্রভাবে একেবারে উলটোদিকে বইতে শুরু করেছে মিসিসিপি নদী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে অনেকেই টুইটও করেন। একজন লেখেন, “হে ভগবান, শুভ সকাল, মিসিসিপি নদী উলটোদিকে বইছে। আমি আলগেইরস পয়েন্টে থাকি। সেখানে নদী ২০ ফুট গভীর। হ্যারিকেনের দাপটে সেখানেই উলটোদিকে বইছে মিসিসিপি নদী।” এছাড়া আরও অনেকেই হ্যারিকেন ‘ইদা’-র তাণ্ডবের ভিডিও পোস্ট করেছেন। প্রসঙ্গত, ১৬ বছর আগে একই দিনে ২০০৫ সালের ২৯ আগস্ট ভয়ঙ্কর হ্যারিকেন ‘ক্যাটরিনা’ নিউ অরলিয়্যান্সে আঘাত হানে। এতে গোটা এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়। ক্যাটরিনার আঘাতে নিউ অরলিয়্যান্সের ৮০ শতাংশ ডুবে যায়। এতে ১৮ হাজার লোকের মৃত্যু হয় এবং অনেক ক্ষয়ক্ষতিও হয়।

 

[আরও পড়ুন: Coronavirus: ডেল্টা স্ট্রেনের দাপট সামলাতে বাড়ছে তরল অক্সিজেনের চাহিদা, সংকট মহাকাশ যাত্রায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement