সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষিয়ে উঠছে পরিবেশ। ইচ্ছেমতো বেআইনি ভাবে গাছ কাটা, পাইপলাইন চুরি এবং গ্রিন বেল্ট ক্যানালের দূষণের মতো সমস্যায় উদ্বেগ প্রকাশ করল হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড।
জানা যাচ্ছে, হলদিয়ার (Haldia) নিউ পাড়ার কাছাকাছি গ্রামে ১০৪ হেক্টর গ্রিন বেল্ট অঞ্চলে যথেচ্ছ গাছ কাটা হচ্ছে। রুটিন নিরাপত্তা পেট্রোলিংয়ের সময় দেখা যায় কয়েকজন সন্দেহভাজন এলাকায় ঘোরাফেরা করছে গাছ কাটার সরঞ্জাম নিয়ে। তাদের আটক করা হয়েছে।
এইচপিএলের (HPL) মুখপাত্র এবিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন, স্থানীয় পরিবেশকে সমৃদ্ধ করতে সবুজ বেল্ট এলাকার অমূল্য ভূমিকা রয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড এটির সংরক্ষণের গুরুত্বকে স্বীকার করে। এই পরিস্থিতিতে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা এবং মজবুত বাস্তুতন্ত্র বজায় রাখতে সংস্থাটি বদ্ধপরিকর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.