Advertisement
Advertisement

Breaking News

Howrah CPM candidate

ভোটের প্রচারে বেরিয়ে বৃক্ষরোপণ, অভিনব প্রচারে হাওড়ার সিপিএম প্রার্থী

সাধারণ মানুষকে পরিবেশ নিয়ে আরও সচেতন হওয়ার বার্তা দিলেন।

Howrah CPM candidate seeds tree during campaign

ভোটের প্রচারে বেরিয়ে বৃক্ষরোপণ,। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:May 7, 2024 7:19 pm
  • Updated:May 7, 2024 7:19 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: ভোটের প্রচারে বেরিয়ে গাছ পুঁতে হাওড়া শহরকে দূষণমুক্ত করার আহ্বান জানালেন হাওড়া সদরের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ নিয়ে আরও সচেতন হওয়ার বার্তা দিলেন। সোমবার সকালে দাশনগরের বালিটিকুরিতে প্রচারে বেরিয়ে রাস্তার ধারে এক জায়গায় গাছ পোঁতেন সিপিএম প্রার্থী।

তিনি বলেন, “হাওড়া শহর দূষিত হয়ে গিয়েছে। আমি আজ প্রতীকীভাবে একটি গাছ লাগিয়ে সাধারণ মানুষের কাছে দূষিত শহরকে রক্ষা করার বার্তা দিচ্ছি। আজ বালিটিকুরিতে গাছ লাগালাম। নির্বাচনী প্রচার চলাকালীন হাওড়া শহরের অন্যান্য জায়গাতেও আমি পরিবেশ সচেতনতার বার্তা দিতে গাছ লাগাব। দূষণের হাত থেকে হাওড়া শহরকে রক্ষা করতেই আমাদের এই উদ্যোগ। আমরা পরিবেশ রক্ষার প্রশ্নে কোনওভাবে আপস করব না।’’ পাশাপাশি এদিন সিপিএম প্রার্থী আরও বলেন, ‘‘শুধু পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি নয়, প্রচারের মধ্যে গাছ পোঁতার আরও একটি কারণ গাছ কাটার বিরুদ্ধে লড়াই।’’

Advertisement

[আরও পড়ুন: হতাশায় ঝুঁকে কাঁধ, কাঁদছেন রোহিত! কী এমন হল? ভিডিও ভাইরাল]

এই প্রসঙ্গে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক তথা বর্তমানে তৃণমূলের নির্বাচনী প্রচার কমিটির সদস্য সুজয় চক্রবর্তী বললেন, “আমি জানি না সিপিএম প্রার্থী হাওড়ার বাসিন্দা কি না। উনি হয়তো দেখেননি হাওড়া পুরসভা কীভাবে পথ উদ্যান তৈরি করেছে। ফরশোর রোড, ড্রেনেজ ক্যানাল রোড, ডিউক রোডে রাস্তার ধারে কীভাবে এই উদ্যান তৈরি করা হয়েছে।” সুজয় চক্রবর্তী আরও বলেন, “আমার ওঁকে পরামর্শ, ভোটের মুখে একটা গাছ না লাগিয়ে সারা বছর গাছ লাগান হাওড়া পুরসভার মতো তাহলে মানুষ উপকৃত হবে।” জানান, পুজোর সময় হাওড়া শহরের বিভিন্ন রাস্তা দিয়ে প্রতিমা নিরঞ্জনের সময় বড় গেট ও লরি যাওয়ার জন্য গাছের ডাল ছাঁটতে হয়। সেরকমই করা হয়েছে।

[আরও পড়ুন: মেট্রোয় UPI দিয়ে কাটা যাবে টিকিট! কী বলছে কর্তৃপক্ষ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement