সুমন করাতি, হুগলি: চাঁদে পাড়ি দিয়েছে ভারত। সূর্যযান নিয়েও আলোচনা কম হচ্ছে না। তারই মাঝে সকলকে চমকে দিল স্কুলপড়ুয়া। চাঁদ, গ্রহকে চাক্ষুষ করার অদম্য ইচ্ছায় ‘রিফ্লেক্টর টেলিস্কোপ’ তৈরি করল সে। তার সাফল্যে গর্বিত প্রায় সকলেই।
হুগলির খানাকুলের বাসিন্দা অনির্বাণ নন্দী। নবম শ্রেণির ছাত্র সে। ছোট থেকেই মহাকাশের প্রতি টান তার। চন্দ্রাভিযানের সময় আগ্রহ যেন কয়েকগুণ বেড়ে যায় তার। সেই সময় ‘রিফ্লেক্টর টেলিস্কোপ’ তৈরির ইচ্ছা আরও বাড়তে থাকে। ইন্টারনেট ঘেঁটে তথ্য জোগাড়ের কাজ শুরু করে অনির্বাণ। সেই তথ্য নিয়ে চলে দিনরাত গবেষণা। সেই অনুযায়ী নানা উপকরণ কেনে। শুরু হয় ‘রিফ্লেক্টর টেলিস্কোপ’ তৈরির কাজ। দেড় মাসের চেষ্টায় অবশেষে ‘রিফ্লেক্টর টেলিস্কোপ’ তৈরি করে অনির্বাণ।
অর্নিবান বলে, “আকাশের চাঁদ, তারা বা বিভিন্ন গ্রহ আমরা খালি চোখে ভাল দেখতে পাই না। কিন্তু এগুলি নিজের চোখে দেখার আনন্দই আলাদা। তাই অনলাইনে পড়াশোনা করে গবেষণা করি। এরপর লেন্স ও দরকারি সব কিছু জোগাড় করে এই টেলিস্কোপ তৈরি করেছি। এটি একটি ৫০ এমএম ডায়ামিটারের টেলিস্কোপ। এর মাধ্যমে স্পষ্টভাবে দেখা যাবে চাঁদকে। এছাড়া অন্যান্য গ্রহও দেখা যাবে।” অনির্বাণের সৃষ্টি নিয়ে এলাকায় চলছে জোর আলোচনা। তাতে গর্বিত তার বাবা-মা। অনির্বাণের বাবা জানান, “ঘরের বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নতুন কিছু করার চেষ্টা করত। একইরকম আগ্রহ নিয়ে টেলিস্কোপ তৈরি করেছে সে।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.