Advertisement
Advertisement
COVID-19

মানবিক, করোনা মোকাবিলায় রাষ্ট্রসংঘকে ৭৫ লক্ষ টাকা অনুদান গ্রেটা থুনবার্গের

১৭ বছর বয়সী কিশোরীর এই পদক্ষেপ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

Greta Thunberg Gives $100,000 Prize Money To UN
Published by: Soumya Mukherjee
  • Posted:April 30, 2020 5:56 pm
  • Updated:April 30, 2020 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবেশ রক্ষার আন্দোলনের জন্য সারা বিশ্ব চিনেছিল তাঁকে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সবাইকেই পরিবেশ রক্ষার দিকে নজর দিতে বলেছিলেন। এবার করোনা পরিস্থিতির মোকাবিলা করার জন্য রাষ্ট্রসংঘের শিশু তহবিল (UNICEF) -এ ৭৫ লক্ষ টাকা দান করলেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

ইউনিসেফের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সুইডেনের একটি সংস্থা পরিবেশ রক্ষায় অবদানের জন্য গ্রেটা থুনবার্গকে ৭৫ লক্ষ টাকা পুরস্কার দিয়েছিল। করোনা মোকাবিলায় ব্যবহারের জন্য সেই টাকা রাষ্ট্রসংঘের শিশু তহবিলে দান করেছেন তিনি। ওই বিবৃতিতে এপ্রসঙ্গে গ্রেটার বক্তব্যও উল্লেখ্য করা হয়েছে। তাতে ১৭ বছরের ওই পরিবেশকর্মী বলেছেন, পরিবেশের সমস্যার মতো করোনা ভাইরাসের ফলে সৃষ্টি হওয়া মহামারির ফলে শিশুদেরও সমস্যা বাড়বে। এর ফলে প্রভাব পড়বে সমস্ত শিশুর জীবনেই। এখনকার পাশাপাশি ভবিষ্যতেও দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগতে তাদের। তবে সবথেকে বেশি কষ্টে থাকার সম্ভাবনা আর্থিকভাবে দুস্থ শিশুদের।

Advertisement

[আরও পড়ুন: করোনা নিয়ে ১২ বার সতর্ক করেছিল CIA, আমলই দেননি ট্রাম্প ]

সবাইকে অনুরোধ জানিয়ে গ্রেটা আরও জানিয়েছেন, ‘সবাইকে অনুরোধ করব এগিয়ে এসে আমার পাশে থাকুন, এই বিষয়ে সাহায্য করুন। আসুন সবাই মিলে রাষ্ট্রসংঘের এই উদ্যোগে সঙ্গে থেকে শিশুদের জীবন, স্বাস্থ্য ও শিক্ষার বিষয়টিকে সুনিশ্চিত করি।’

[আরও পড়ুন: করোনার জের, বিশ্ব অর্থনীতি পুনর্গঠনের জন্য ভারতেই ভরসা আমেরিকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement