Advertisement
Advertisement
Solart Storm

পয়লা বৈশাখের আগে তীব্র বেগে সৌরঝড় ধেয়ে আসছে পৃথিবীর দিকে, গতি জানলে চমকে উঠবেন

কী প্রভাব পড়বে পৃথিবীতে?

Geomagnetic solar storm to hit Earth at speed of more than 20 lakhs km/hour on Thursday | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 12, 2022 5:04 pm
  • Updated:April 12, 2022 5:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সূর্যের বুকে তীব্র ঝঞ্ঝা। আর তার প্রভাবে আরও এক সৌরঝড় ধেয়ে আসতে চলেছে পৃথিবীর দিকে। এমনই পূর্বাভাস দিলেন বিজ্ঞানীরা। সেই ঝড় হবে উচ্চশক্তিসম্পন্ন। মহাকাশের আবহাওয়াই বদলে যেতে পারে দাপুটে সৌরঝড়ের (Solar storm) প্রভাবে। বিপর্যস্ত হতে পারে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। বড়সড় ক্ষতি হতে পারে ট্রান্সফর্মারের। একগুচ্ছ আশঙ্কার কথা শোনালেন নাসার বিজ্ঞানীরা। খুব শিগগিরই আছড়ে পড়বে পৃথিবীর বুকে। 

solar storm

Advertisement

বিপদ ঘনিয়ে এসেছে। প্রলয় কাণ্ড ঘটে যাবে মহাবিশ্বে। পয়লা বৈশাখের আগেই সৌরঝড়ে বিপর্যস্ত হতে পারে জগৎ। আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (NOAA) তরফে হিসেবনিকেশ করে জানানো হয়েছে, ১৪ এপ্রিল আছড়ে পড়া সৌরঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২০ লক্ষ ৬৯ হাজার ৮৩৪ কিলোমিটার! সময় এবং গতির পরিসরকে আরও সংক্ষিপ্ত করলে হিসেবটা দাঁড়ায় সেকেন্ডে ৪২৯ থেকে ৫৭৫ কিলোমিটার। এই গতির কথা শুনে চমকে যাচ্ছেন তো? কিন্তু এটাই সত্যি। আগামী ১৪ এপ্রিল অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে প্রলয় ঝঞ্ঝা ধেয়ে আসবে পৃথিবীর দিকে।

[আরও পড়ুন: SSC দুর্নীতি মামলা: সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, সাময়িক স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের]

বিজ্ঞানের পরিভাষায় একে বলে করোনাল মাস ইজেকশন (Coronal Mass ejection)। সূর্যের অভ্যন্তরীণ ঝড় চুম্বকশক্তি হয়ে বেরিয়ে আসবে সৌরশিখার ছটায়। আর সেটাই মহাকাশে সৌরঝড় হয়ে আছড়ে পড়বে। ভারতের সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পেস সায়েন্স (CESSI) টুইটে জানিয়েছে, ”পৃথিবীর উপর সৌরঝড়ের আগাম সতর্কবার্তা দিতে আমাদের সিস্টেম খুবই উন্নত। তা থেকেই জানতে পেরেছি, সেকেন্ডে ৪২৯ থেকে ৫৭৪ কিমি বেগে সৌরঝড় ধেয়ে আসবে আগামী ১৪ তারিখ। পৃথিবীর নিকটবর্তী বায়ুমণ্ডলে প্রভাব পড়বে। ভূচৌম্বকীয় স্তরে বড়সড় ক্ষতি হওয়ার আশঙ্কা। এটি G-2 পর্যায়ের সৌরঝড় হওয়ার সম্ভাবনা।”

[আরও পড়ুন: ‘বাংলার মানুষ আর আপনার বিবৃতি শুনতে চায় না’, এবার রাজ্যপালকে নিশানা বিজেপির]

তবে বুধবার থেকেই পৃথিবীতে সৌরবিকিরণের (Radiotion) একটা প্রভাব পড়তে শুরু করবে। বলা হচ্ছে, এতে সৌরশক্তি সঞ্চারিত হতে পারে বায়ুমণ্ডলে। একেই বলা হয় জিওম্যাগনেটিক স্টর্ম। পৃথিবীর উচ্চ অক্ষাংশে থাকা শক্তির উৎসগুলি ক্ষতিগ্রস্ত হবে। সমস্যা হতে পারে  ভোল্টেজের। দীর্ঘক্ষণ ধরে সৌরঝঞ্ঝা চললে ট্রান্সফর্মারগুলির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement