Advertisement
Advertisement
বছরের প্রথম সূর্যগ্রহণ

আকাশে আজ ‘রিং অফ ফায়ার’, কলকাতায় বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখায় বাধা মেঘলা আবহাওয়া?

উত্তর ভারত থেকে সবচেয়ে ভাল দেখা যাবে সূর্যগ্রহণ।

First solar eclipse this year can be watched the best from North India
Published by: Sucheta Sengupta
  • Posted:June 21, 2020 10:11 am
  • Updated:June 21, 2020 11:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের প্রথম সূর্যগ্রহণের (Solar Eclipse 2020) সাক্ষী থাকতে চলেছে দেশ। এ এক বিরল সৌরজাগতিক ঘটনাও বটে। অন্তত ৮২ বছর পর দৃশ্যমান হতে চলেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ।

আজ, রবিবার সকাল ৯.১৬ থেকে দুপুর ২টোর পর পর্যন্ত আকাশে নানা রূপে দেখা যাবে সূর্যকে। কলকাতায় আংশিক তথা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে সকাল ১০.৪৬ মিনিটে। শেষ হবে দুপুর ২.১৭ মিনিটে। তবে কলকাতা থেকে এই দৃশ্য কতটা চাক্ষুষ করতে পারবেন শহরবাসী, তা নির্ভর করছে আকাশের উপর। আকাশ পরিষ্কার থাকলে ভালভাবেই দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। মেঘলা আকাশে সূর্য-চাঁদ-পৃথিবীর লুকোচুরি খেলা দেখা যাবে না। তা সত্ত্বেও ৬০ থেকে ৬৫ শতাংশ দৃশ্যমান হতে পারে বলে আশার কথা শোনাচ্ছেন জ্য়োতির্বিজ্ঞানীরা।  সব ঠিক থাকলে, ৩০ সেকেন্ডের জন্য আকাশে চাঁদ-সূর্যের খেলায় অন্ধকার নেমে আসতে পারে কলকাতার বুকে। সেসময় সূর্যের প্রায় ৯৯ শতাংশ ঢেকে দেবে চাঁদ। 

Advertisement

[আরও পড়ুন: কীভাবে দেখবেন সূর্যগ্রহণ, কোন দিকে ভুলেও নজর নয়? গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র]

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ১০টার আশেপাশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হলেই দেখা যাবে সূর্যগ্রহণ। সেই আশায় বিড়লা তারামণ্ডলের সামনে জ্য়োতির্বিজ্ঞানীরা টেলিস্কোপ পেতে প্রস্তুতি নেন। যদি আকাশ সামান্য পরিষ্কার থাকলে, বিরল অগ্নিবলয় (Ring of fire) দেখা যায়।

Birla-telescope
আকাশে চোখ বিজ্ঞানীদের। ছবি: পিন্টু প্রধান

[আরও পড়ুন: করোনা ঠেকানোর শিল্ড পরলেই পরিষ্কার দেখা যাবে সূর্যগ্রহণ! বঙ্গতনয়ের অভিনব আবিষ্কার]

তাৎপর্যপূর্ণভাবে, ২০২০’র প্রথম এই সূর্যগ্রহণ একেবারেই অন্য মাত্রা পেয়েছে চেন্নাইয়ের এক বিজ্ঞানীর কথায়। নিউক্লিয়ার অ্যান্ড আর্থ সায়েনটিস্ট ড. কে এল সুন্দর কৃষ্ণার দিন কয়েক আগেই মন্তব্য করেছিলেন যে, আজকের গ্রহণ দিয়েই শেষ হবে মারণ করোনার প্রকোপ। তাঁর যুক্তি ছিল, এর আগের সূর্যগ্রহণ হয়েছিল ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। আর সেই দিন থেকেই পৃথিবীতে শুরু হয়েছিল করোনার প্রাদুর্ভাব। কারণ ওই দিনের গ্রহণ বদল ঘটিয়েছিল সৌরমণ্ডলের বিন্যাসে। ২১ জুনে গ্রহণে তাই করোনার প্রকোপ কমে যাবে। বিজ্ঞানীর দাবি, গোটাটাই জাগতিক প্রক্রিয়া, যা সূর্যের আলো ও গ্রহণের ফলে সহজ ও সাধারণভাবেই সেরে যাবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement