Advertisement
Advertisement

Breaking News

Environment

কমছে বিচরণ ক্ষেত্র, পৃথিবী থেকে অবিলম্বে হারিয়ে যেতে পারে হাঙর-কোমোডো ড্রাগন!

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচারের সমীক্ষায় উদ্বেগ।

Environment News: Komodo Dragon, sharks may soon extinct | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 6, 2021 6:45 pm
  • Updated:September 6, 2021 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোরগোড়ায় বিপদ। হাতে আর বেশি সময় নেই। অচিরেই পৃথিবী থেকে বিলুপ্ত হতে পারে হাঙর (Shark), কোমোডো ড্রাগনের (Komodo Dragon)  মতো বিশালাকার প্রাণী। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার তথা আইসিইউএন-এর (ICUN) তরফে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর জন্য বিশ্ব উষ্ণায়নকেই (Global Warming) দায়ী করছেন বিশেষজ্ঞরা।

Komodo-dragon

Advertisement

সম্প্রতি আন্তর্জাতিক সংস্থার এক সমীক্ষার ফলের উপর ভিত্তি করে আইসিইউএন জানিয়েছে, যে যে সামুদ্রিক প্রাণীর অচিরেই পৃথিবী থেকে অবলুপ্তি ঘটতে পারে, সেই তালিকায় সর্বাগ্রে রয়েছে হাঙর। বিশাল এই জলজ প্রাণীর ৩৭ শতাংশ প্রজাতিই বর্তমানে বিলুপ্তির (Extinct) পথে। এর কারণ দু’টি। প্রথমত, যথেচ্ছ মাত্রায় এই সামুদ্রিক জীব মানুষের শিকার হচ্ছে। দুই, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে হাঙরের বিচরণভূমির ক্রম-সংকোচন।

[আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানায় শিম্পাঞ্জিদের রুখতে বিদ্যুৎবাহী তারের বেড়া! ক্ষুব্ধ পশুপ্রেমীরা]

শুধু হাঙর নয়, বিপন্ন প্রজাতির জীবের তালিকায় অন্যতম নাম হল – কোমোডো ড্রাগনও। ইন্দোনেশিয়ার (Indonesia) কয়েকটি প্রত্যন্ত দ্বীপে একান্তে বিচরণ করা ভয়ংকর প্রাণীও অবিলম্বে বিলুপ্তির পথে। সমীক্ষায় বলা হয়েছে, সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়তে থাকায় এই ড্রাগনের বাসভূমির উপর বড়সড় প্রভাব পড়বে। যার জেরে আগামী ৪৫ বছরের মধ্যেই কোমোডো ড্রাগনের ৩০ শতাংশ বাসস্থান জলের গভীরে তলিয়ে যাবে। ফলে ড্রাগনের অস্তিত্বও পড়বে চরম সংকটের মুখে।

[আরও পড়ুন: বজ্রপাতে প্রাণহানি রুখবে ছাতা! অভিনব আবিষ্কারে তাক লাগাল বাংলার ‘খুদে বিজ্ঞানী’]

তবে ICUN-এর সমীক্ষার সবটাই এত নিরাশার খবর নয়। এরই পাশাপাশি স্বস্তির খবর হল এই যে, এর আগে টুনা (Tuna) মাছ এই তালিকায় থাকলেও এখন আর নেই। আটলান্টিক ব্লু ফিন টুনা বিপন্ন সামুদ্রিক প্রজাতির তালিকা থেকে বেরিয়ে এসে অন্তর্ভুক্ত হয়েছে সামান্য উদ্বেগজনক প্রজাতির তালিকায়। সাদার্ন ব্লু ফিন টুনাও অতি বিপন্ন থেকে বেরিয়ে এসে শামিল হয়েছে বিপন্নের তালিকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement