Advertisement
Advertisement

Breaking News

Neuralink

পক্ষাঘাতগ্রস্ত রোগীর মস্তিষ্কে চিপ বসিয়ে সুস্থ করে তুলবে মাস্কের সংস্থা!

'স্টিফেন হকিং আজ থাকলে...', আপশোস এলন মাস্কের।

Elon Musk's Neuralink to start human brain implant trial। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 21, 2023 4:50 pm
  • Updated:September 21, 2023 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মে মাসেই এলন মাস্ক (Elon Musk) জানিয়েছিলেন মানুষের মস্তিষ্কে কয়েনের আকারের চিপ প্রতিস্থাপন করার অনুমতি পেয়ে গিয়েছেন তাঁরা। এবার তিনি জানালেন, শিগগিরি পক্ষাঘাতগ্রস্ত মানুষকে সুস্থ করতে তাঁদের মস্তিষ্কে বসানো হবে ওই চিপ। যা রাতারাতি তাঁদের শরীরের সাড় ফিরিয়ে আনবে। শিগগিরি মাস্কের সংস্থা Neuralink এই পরীক্ষা করবে বলে দাবি ধনকুবেরের।

এবিষয়ে কথা বলতে গিয়ে মাস্ক তুলে ধরেছেন কিংবদন্তি বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের প্রসঙ্গও। হকিং মারা গিয়েছিলেন জটিল স্নায়বিক অসুখে ভুগে। মাস্কের দাবি, হকিং যদি এখন বেঁচে থাকতেন তাহলে তাঁকে সুস্থ করে তুলতে পারত তাঁদের সংস্থার বিশেষ চিপ।

Advertisement

[আরও পড়ুন: আদিবাসীকে চটি খুলে বেদম মার! বিতর্কের মুখে অভিযুক্ত নেতাকে বহিষ্কার বিজেপির]

উল্লেখ্য, ২০১৬ সালে স্থাপিত নিউরোলিঙ্ক নামের সংস্থাটি মানুষের মস্তিষ্কে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) প্রয়োগ নিয়ে কাজ করছে। ২০২১ সালে নিউরোলিঙ্ক জানিয়েছিল, তারা দুটি বাঁদরের মস্তিষ্কে এই চিপ প্রতিস্থাপন করে পরীক্ষা চালিয়েছে। এমনকী এই সংক্রান্ত একটি ভিডিও-ও শেয়ার করা হয়। মাস্ক জানিয়ে দেন, এই চিপ লাগানোর পিছনে প্রাথমিক লক্ষ্যই হল, দৃষ্টিহীন ও পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা করা। জন্মান্ধদেরও এর সাহায্যে দৃষ্টি ফিরিয়ে দেওয়া যাবে বলে দাবি তাঁর। অবশেষে এবছর বাইডেন প্রশাসনের অনুমতি মেলার পর মানুষের মস্তিষ্কে চিপ বসানো নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে নিউরোলিঙ্ক।

[আরও পড়ুন: কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে হুক্কাবার! ২১ বছরের আগে সিগারেট টানলেই কঠিন সাজা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement