Advertisement
Advertisement
Crocodile

তালসারির সৈকতে দেখা মিলল কুমিরের, আতঙ্কিত মৎস্যজীবীরা

অতর্কিতে কুমির হামলা চালাতে পারে বলে আশঙ্কা মৎস্যজীবীদের।

Crocodile recovers from Talsari sea beach । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 13, 2023 8:50 pm
  • Updated:October 13, 2023 8:51 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘার অদূরে তালসারির সৈকতে উদ্ধার কুমির। পড়শি রাজ্য ওড়িশার বালেশ্বরের তালসারি সমুদ্র সৈকতে শুক্রবার সকালে একটি পূর্ণবয়স্ক কুমির উদ্ধার করেন বনদপ্তরের কর্মীরা।

Crocodile

Advertisement

শুক্রবার সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া মৎস্যজীবীদের জালে ধরা পড়ে কুমিরটি। সেই সময় তালসারি চড়ে বিশ্রাম নিচ্ছিল কুমিরটি। সেই সময় সেটি জালবন্দি হয়। ওখানেই মৎস্যজীবীরা দেখতে পান তাকে।

Crocodile

 

[আরও পড়ুন: ভর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, সিগন্যালের সমস্যায় শ্যামবাজারে স্তব্ধ পরিষেবা]

খবর দেওয়া হয় ভোগরাই ব্লকের বনদপ্তরে। বনকর্মীরা কুমিরটিকে উদ্ধার করেন।

Crocodile

 

আতঙ্কিত মৎস্যজীবীরা। অতর্কিতে যেকোনও সময়ে কুমির হামলা চালাতে পারে বলে আশঙ্কা পর্যটকদেরও।

Crocodile

 

[আরও পড়ুন: আজও অটুট ঐতিহ্য, আগমনির সুরে পঞ্চকোট রাজবাড়িতে রাজরাজেশ্বরীর আবাহন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement