Advertisement
Advertisement

Breaking News

Chennai

চেন্নাইয়ের সমুদ্রে ছড়িয়ে পড়েছে ৭ হাজার লিটার তেল! বাড়ছে উদ্বেগ

কেন পরিষ্কার করতে বিলম্ব, ভর্ৎসনা আদালতের।

Chennai: NGT gives 3-day ultimatum to remove oil spill। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 15, 2023 2:09 pm
  • Updated:December 15, 2023 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের (Chennai) সমুদ্রে খাঁড়িতে দীর্ঘ অঞ্চল জুড়ে তেল জমে থাকা নিয়ে ক্ষুব্ধ জাতীয় পরিবেশ আদালত তথা এনজিটি। গত ৪ ডিসেম্বর ৭ হাজার ২৬০ লিটার ছড়িয়ে পড়েছিল ওই খাঁড়িতে। সেই তেল সরানোর প্রক্রিয়া কেন এত ধীর, প্রশ্ন তুলল এনজিটি। সেই সঙ্গে সব তেল সরাতে আর তিনদিন সময় দিল আদালত। অর্থাৎ ১৭ ডিসেম্বরের মধ্যে খাঁড়িটি পরিষ্কার করতে হবে।

বৃহস্পতিবারই বিচারপতি পুষ্পা সত্যনারায়ণ ও বিচারপতি সত্যগোপাল কোরলাপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ১৮ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতুবি রেখেছে। তার আগে কাজ সেরে ওইদিন রিপোর্ট জমা দিতে হবে।

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য বিশেষ প্যামফ্লেট নিয়ে সংসদে ঢোকেন চক্রীরা, কী লেখা ছিল তাতে?]

তামিলনাড়ু পলিউশন কন্ট্রোল বোর্ড ও সিপিসিএল আদালতকে জানিয়েছিল স্কিমার, প্যাড ইত্যাদির সাহায্যে তেল তোলা হচ্ছে। এর জবাবে আদালত জানায়, যেভাবে কাজ হচ্ছে তা সন্তোষজনক নয়।

বিচারপতিরা বলেন, ”তেল ছড়িয়ে পড়ার ঘটনা (Oil spill) ঘটেছিল ৪ ডিসেম্বর। এবং তা পরিষ্কার করার কাজ শুরু হয় ৭ ডিসেম্বর। এবং ১৪ ডিসেম্বর পর্যন্ত তেল তোলা হয়নি।” এই ধরনের পরিস্থিতিতে দ্রুত তেল তোলার যে ‘গোল্ডেন পিরিয়ড’ থাকে ইতিমধ্যেই তা শেষ হয়ে গিয়েছে। আদালত জানতে চায়, সিপিসিএল কি পরিস্থিতির গুরুত্বটাই বুঝতে পারেনি। জানা যাচ্ছে, প্রায় ২০ টন বালি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তেলের কারণে। ফলে বাড়ছে উদ্বেগ। এখন দেখার, আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন করা যায় কিনা।

[আরও পড়ুন: এখনই স্বস্তি নয়, সুপ্রিম কোর্টে মহুয়ার মামলার শুনানি সেই জানুয়ারিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement