Advertisement
Advertisement
ChatGPT

‘পুরুত’ এবার ChatGPT! নবদম্পতির ‘হাইটেক’ বিয়ে ঘিরে শোরগোল

প্রথমে কেন বিয়ে দিতে রাজি হচ্ছিল না চ্যাটবট?

ChatGPT officiates US couple’s wedding। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 14, 2023 1:57 pm
  • Updated:July 14, 2023 1:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এআই (AI) তথা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শোরগোল চলছে। বিশেষ চ্যাটজিপিটির আগমনের পরে তা নিয়ে নানা জল্পনা। এমনও শোনা যাচ্ছে এই চ্যাটবটের অসাধ্য নাকি কিছুই নেই। এই পরিস্থিতিতে গত জুনে চ্যাটজিপিটিকে (ChatGPT) দেখা গেল বিয়ে দিতে! হ্যাঁ, রীতিমতো পুরোহিতের ভূমিকায় দেখা গেল তাকে। কোনও কল্পবিজ্ঞান লেখক বা ছবি করিয়েও এমনটা ভাবতে পেরেছেন বলে জানা যায়নি।

কিন্তু ব্যাপারটা আদপে কী ঘটেছে? মার্কিন মুলুকে ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি ফাদারের ভূমিকা পালন করেছে একটি বিয়েতে। তারই তত্ত্বাবধানে চারহাত এক হয়েছে এক যুগলের। জানা যাচ্ছে, কনের বাবা স্টিফেন উইয়েঙ্ক জানিয়েছেন, শুরুতে নাকি চ্যাটজিপিটি চায়নি বিয়ে দিতে। তার বক্তব্য ছিল, ”দুঃখিত। এটা আমি করতে পারব না। আমার চোখ নেই। আমার শরীরও নেই। তাই আমি আপনাদের বিয়ে দিতে পারব না।” যদিও শেষপর্যন্ত সে রাজি হয়েছে। কনের বাবাও দারুণ খুশি। রীতিমতো কম খরচে ও অনেক কম ঝক্কি পুইয়েই বিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: যমুনার জল লালকেল্লায়! দিল্লির বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, ফ্রান্স থেকে শাহকে ফোন মোদির]

কেমন ছিল বিয়ের অনুষ্ঠান? নবদম্পতি জানিয়েছেন, তাঁরা বিয়ের নেমন্তন্নও নাকি এআইকে দিয়েই করিয়েছেন। চ্যাটজিপিটির মাধ্যমেই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন আত্মীয়রা। বিয়ের আসরে বর ও কনের মাঝখানে রাখা ছিল স্পিকার। সেই স্পিকারের মাধ্যমেই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করে চ্যাটজিপিটি। সে নাকি চমৎকার স্বাগতভাষণ দিয়েছে। এমনকী অনুষ্ঠানের শেষে সমাপ্তি ভাষণেও সবার মন জিতে নিয়েছে চ্যাটবট।

স্বাভাবিক ভাবেই এই বিয়ে নিয়ে জোর আলোচনা চলছে। কথা উঠছে সত্য়িই কি চ্যাটজিপিটির নেতিবাচক প্রভাব পড়বে? নাকি এর সাহায্যে প্রযুক্তির নতুন দিগন্ত তৈরি হবে? কিন্তু এখনই যে এব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে প্রশ্নগুলো সহজ নয়, উত্তরও অজানাই।

[আরও পড়ুন: মীনাক্ষীর দায়িত্বে থাকা সালানপুরে দ্বিতীয় বিজেপি, তৃতীয় স্থানে সিপিএম!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement