সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে চাঁদের (Moon) দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস গড়েছে চন্দ্রযান ৩। এবার ফোকাসে চন্দ্রযান ৪। যে অভিযানকে এককথায় বলা হচ্ছে Lupex তথা লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন। ঠিক কোন লক্ষ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে এই যান? এক সম্মেলনে সেকথা জানালেন ইসরো প্রধান।
ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোসিয়ামে এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সিইও এস সোমনাথ। তিনি জানান, ভারতের পরের চন্দ্রাভিযানের মূল লক্ষ্য কেবল চাঁদের মাটিতে নামা নয়। চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে তা পৃথিবীতে ফিরিয়ে আনাও। প্রসঙ্গত, যদি চন্দ্রযান ৪ এমনটা করতে পারে তাহলে নিঃসন্দেহে তা হবে এক ঐতিহাসিক সাফল্য। এখনও পর্যন্ত এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে মাত্র তিনটি দেশ। আমেরিকা, রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) ও চিন।
একনজরে দেখে নেওয়া যাক ইসরোর পরের চন্দ্রাভিযানের মিশনগুলি:
কবে হতে পারে এই মিশন?
২০২৬ সাল নাগাদ উৎক্ষেপণ করা হতে পারে চন্দ্রযান ৪-কে (Chandrayaan-4)। যদিও ঠিক কোন সময় অভিযান হবে তা এখনও বলা হয়নি। এই অভিযানে ভারতের সঙ্গী জাপান। জাপানের মহাকাশ সংস্থা জাক্সা তথা জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির সঙ্গে ২০১৭ সালেই হাত মিলিয়েছিল ইসরো। সেই জোট বাঁধার ফলস্বরূপই চতুর্থ চন্দ্রাভিযানে ভারতকে সঙ্গ দেবে জাপানও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.