সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের দেশে অর্থাৎ চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে তৃতীয় চন্দ্রযান (Chandrayaan 3)। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র সূত্রে খবর, ইতিমধ্যেই মোট যাত্রাপথের দুই-তৃতীয়াংশই পেরিয়ে এসেছে চন্দ্রযান। সেটির ‘স্বাস্থ্য’ একেবারে স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, সোমবার রাত বারোটা থেকে একটার মধ্যে ট্রান্স লুনার ইনজেকশন মোডে ঢুকে পড়েছে চন্দ্রযান। এর পর চাঁদকে প্রদক্ষিণ করতে করতেই নির্দিষ্ট দিনক্ষণে চন্দ্রপৃষ্টে অবতরণ করবে বিক্রম। বিক্রমের পেট থেকে ভূমিষ্ঠ হবে প্রজ্ঞান। শুরু করবে নিজের কাজ।
গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল তৃতীয় চন্দ্রযান। তার পর থেকে এখনও পর্যন্ত যাত্রার প্রতিটি ধাপ সে পেরিয়েছে সফলভাবে। তবে তার সবচেয়ে পরীক্ষা প্রজ্ঞানকে নিরাপদে চাঁদে নামানো। এর জন্য প্রথমে মহাকাশযানের গতি ধাপে ধাপে কমিয়ে আনা হবে। যাকে বলা হয় লুনার বাউন্ড ম্যানুভার নাম্বার বা LBN। এর পর শুরু হবে ল্যান্ডার মডিউলের কাজ।
সব ঠিক থাকলে আগামী ২৩ বা ২৪ আগস্টের মধ্যে চাঁদের (Moon) মাটিতে নামবে তৃতীয় চন্দ্রযানের সৌরচালিত ল্যান্ডার বিক্রম। যার পর বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান। পাশাপাশি, যে অঞ্চল দিয়ে প্রজ্ঞান চলাচল করবে সেখানকার চাঁদের মাটিতে অশোকস্তম্ভ এবং ইসরোর প্রতীক আঁকাবে সে। প্রজ্ঞান চাঁদের বুকে ‘বেঁচে’ থাকবে ১৪ দিন। যা চাঁদের হিসাবে মাত্র এক দিন। আপাতত চন্দ্রযানের চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণের ইতিহাস তৈরি হওয়ার অপেক্ষায় ইসরো-সহ সারা দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.