Advertisement
Advertisement

Breaking News

Botanical Garden

ভয়াবহ গঙ্গা ভাঙনে বোটানিক্যাল গার্ডেন, তলিয়ে যাচ্ছে বহু গাছ, পরিদর্শনে পরিবেশবিদরা

গঙ্গার ধারের বহু গাছ ইতিমধ্যেই চলে গিয়েছে জলের তলে।

Botanical Garden faces erosion threat from Ganges, environmentalists concerned | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 7, 2022 6:57 pm
  • Updated:December 7, 2022 7:04 pm  

স্টাফ রিপোর্টার, হাওড়া: ভয়াবহ গঙ্গা ভাঙনে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের (Botanical Garden) গঙ্গার ধারে থাকা বহু গাছগাছালি তলিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছিলেন। মঙ্গলবার সেই অভিযোগ খতিয়ে দেখতে বোটানিক্যাল গার্ডেনের গঙ্গার ধার ঘুরে দেখলেন পরিবেশবিদরা। তাঁদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে দ্রুত বিশ্বখ্যাত এই গার্ডেনের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে যাবে। 

পরিবেশবিদ সুভাষ দত্তের (Subhash Dutta) নেতৃত্বে পরিবেশ বিশেষজ্ঞরা লঞ্চে করে গঙ্গার ধার বরাবর পরিদর্শন করেন। সেখানে দেখা যায়, গঙ্গার ধারে বোটানিক্যাল গার্ডেনের যে অংশে ফেন্সিং করা নেই সেখানে অনেক গাছই হেলে পড়েছে। গঙ্গার ভাঙনে মাটি ক্ষয়ে গাছের শিকড় বেরিয়ে পড়েছে। যে কোনও সময় সেগুলি জলের তলায় চলে যাবে।

Advertisement

[আরও পড়ুন: ‘পুষ্করে স্নান করলে পাপ ধুয়ে যেত’, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ ‘নাস্তিক’ বিমান বসুর]

স্থানীয়দের বক্তব্য, গার্ডেনের বহু গাছ ইতিপূর্বেই গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে। এমনকী বি গার্ডেনের (B Garden) গঙ্গার ধারে পাড়ের যে অংশে ফেন্সিং রয়েছে সেখানেও গঙ্গার ভাঙনে কংক্রিটের ফেন্সিং অনেক জায়গাতেই ভেঙে গিয়েছে। এদিন গঙ্গার ধারে বি কলেজ এক নম্বর ঘাটের প্রায় ৫০ বছরের পুরনো বাসিন্দা হীরা দেবী বললেন, ‘‘এই এক নম্বর ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনের প্রায় ৫০০ মিটার এলাকার গাছগাছালি গঙ্গায় তলিয়ে গিয়েছে। বার বার গার্ডেন কর্তৃপক্ষ ও হাওড়া পুরসভায় জানিয়েও কোনও কাজ হয়নি।’’

[আরও পড়ুন: গ্রামীণ পরিকাঠামোয় ৭১৫ কোটি, পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তির আগেই বিপুল অর্থ বরাদ্দ নবান্নর]

লঞ্চে করে ভাঙন পরিদর্শনের পর পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, ‘‘যেভাবে ভাঙন চলছে তাতে আর ২০ থেকে ২৫ বছর এমন চলতে থাকলে বোটানিক্যাল গার্ডেন পুরোটাই গঙ্গার তলায় চলে যাবে। বোটানিক্যাল গার্ডেনের জয়েন্ট ডিরেক্টর দেবেন্দর সিং বলেন, ‘‘যে অংশ গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে, সেই এলাকাটি বোটানিক্যাল গার্ডেনের কি না তা খতিয়ে দেখে তার পরই এ নিয়ে চিন্তাভাবনা করা হবে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement