Advertisement
Advertisement

দেশের প্রথম সৌরশক্তি সঞ্চয়কেন্দ্র হবে আন্দামানে

২০১৮ সালের মধ্যেই শেষ করে ফেলা হবে কাজ৷

Andaman & Nicobar to have India's first Solar Storage Power Plant
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2016 7:00 pm
  • Updated:January 7, 2020 5:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম সৌরশক্তি সঞ্চয়কেন্দ্র গড়ে উঠবে অন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে৷ এমনটাই জানা গিয়েছে পিএমও সূত্রে৷ পুরো বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে এনটিপিসি’কে৷

সময়ের সঙ্গে সঙ্গে পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা বেড়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের৷ বিদ্যুৎ ব্যবস্থাও আগের থেকে উন্নত হয়েছে৷ তবে তা খুবই স্বল্প হারে৷ কিছু জায়গায় সৌরশক্তির ব্যবহার হয়েছে বটে, কিন্তু তা কেবলমাত্র দিনের বেলাতেই কার্যকর৷ বেশিরভাগ জায়গাতেই জেনারেটর বা ব্যাটারি দিয়ে কাজ চালাতে হয়৷ লাদাখ, সিয়াচেনের মতো প্রত্যন্ত এলাকাগুলিতেও একই সমস্যা৷ এই ঘাটতি মেটাতেই উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদি সরকার৷

Advertisement

পোর্টব্লেয়ারের দুটি স্থানে তৈরি হবে ২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম সৌরশক্তি সঞ্চয়কেন্দ্র৷ চিড়িয়া টাপুতে তৈরি হবে ৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র৷ আর ১৭ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র তৈরি হবে মংলু টান এলাকায়৷ দুই জায়গাতেই বিদ্যুৎ সঞ্চয় করে রাখা হবে৷ এই কাজে এনটিপিসি’কে সাহায্য করবে আন্দামান প্রশাসন৷ জানা গিয়েছে, ২০১৮ সালের মধ্যেই শেষ করে ফেলা হবে এই কাজ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement