সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের আকাশে দেখা যাবে সৌরমণ্ডলের সাতটি গ্রহ। প্লুটো ‘বামন গ্রহ’ হয়ে বাদ পড়েছে ‘এলিট ক্লাস’ থেকে। বাকি সব গ্রহই মহাজাগতিক ‘প্যারেডে’ শামিল হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এই সুযোগ ফসকালে অপেক্ষা করতে হবে দীর্ঘ ১৫টি বছর। আর এই দৃশ্য কলকাতা থেকেও দেখা যাবে।
কী এই প্ল্যানেটরি প্যারেড?
‘প্ল্যানেটরি প্যারেড’ অর্থাৎ রাতের আকাশে গ্রহদের পরপর দৃশ্যমান হওয়া। রাতের আকাশে চোখ রাখলেই সৌরজগতের সদস্যদের একসারিতে দেখা যায়। কিন্তু একসঙ্গে চারটির বেশি গ্রহকে দেখতে পাওয়ার অভিজ্ঞতা কিন্তু রোজ হয় না। আর সেই কারণেই এই দৃশ্য দেখতে মুখিয়ে রয়েছেন মহাকাশপ্রেমীরা।
কোন সময় দেখা যাবে?
সবথেকে ভালো দেখা যাবে সূর্যাস্তের ৪৫ মিনিট পরের সময়ে। খালি চোখেই দেখা যাবে শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাসকে। শনি, নেপচুন ও বুধকে দেখতে হলে অবশ্য বাইনোকুলার ব্যবহার করতে হবে। টেলিস্কোপ হলে তো আরও ভালো।
কোন গ্রহ কোথায়
সূর্যাস্তের অব্যবহিত পরে শুক্রগ্রহকে দেখা যাবে পশ্চিম আকাশে। মঙ্গল থাকবে দক্ষিণে। গোটা মার্চ ওই অঞ্চলে তাকে দেখা যাবে। দক্ষিণ-পশ্চিম আকাশে দৃশ্যমান হবে বৃহস্পতি। শনি সূর্যের কাছাকাছি থাকায় তা ঝাপসা হয়ে যাবে। ইউরেনাসকেও দেখা যাবে খালি চোখেই। বাকিদের জন্য লাগবে টেলিস্কোপ।
কোন কোন শহর থেকে দেখা যাবে
দেশের বিভিন্ন শহর দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, পুণে, জয়পুর, লখনউ, গ্যাংটক, আহমেদাবাদ, দেরাদুন, নয়ডা, ইন্দোর, কানপুর থেকে দেখা যাবে এই দৃশ্য। দেখা যাবে কলকাতা থেকেও। তবে খেয়াল রাখতে হবে অন্ধকার আকাশে এই দৃশ্য খুব ভালো ভাবে দেখা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.