Advertisement
Advertisement

Breaking News

Space

মহাকাশে ছয় নারী! ইতিহাস গড়তে অন্তরীক্ষে পাড়ি দেবে বেজোসের স্বপ্নযান

এই নভোচরদের মধ্যে রয়েছেন বিশ্ববিশ্রুত গায়িকা কেটি পেরি।

All-female crew headed to space with singer Katy Perry on April 14
Published by: Biswadip Dey
  • Posted:April 3, 2025 3:32 pm
  • Updated:April 3, 2025 3:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছ’জন নারী। আগামী ১৪ এপ্রিল পশ্চিম টেক্সাস থেকে তাঁদের নিয়ে মহাকাশে পাড়ি দেবে জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’-এর শেফার্ড রকেট। এই নভোচরদের মধ্যে রয়েছেন বিশ্ববিশ্রুত গায়িকা কেটি পেরি। এই সফর হতে চলেছে ঐতিহাসিক। কেননা কোনও মহাকাশ অভিযানে কেবল মহিলা নভোচরদের অন্তর্ভুক্তি এই প্রথম।

কারা থাকছেন ওই অভিযানে। কেটি পেরি ছাড়া বাকিরা হলেন আইশা বোই, আমান্ডা গুয়েন, গেইল কিং, কেরিয়ানে ফ্লিন, লরেন স্যাঞ্চেজ। ভূপৃষ্ঠ থেকে মহাকাশে পৌঁছতে তাঁদের লাগবে ১০ মিনিট। নিঃসন্দেহে বাকিদের থেকে বেশি নজর কাড়ছেন কেটি পেরি। সর্বকালের অন্যতম সেরা ‘বেস্ট সেলিং’ শিল্পী কেটি একজন আন্তর্জাতিক পপ আইকন। গানের পাশাপাশি ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসাডর’ হিসেবেও তিনি কাজ করেছেন। মনে করা হচ্ছে, এমন এক মিশনে তাঁর যুক্ত হওয়া আগামিদিনে আরও মহিলাকে মহাকাশে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখাবে।

Advertisement

বাকিদের মধ্যে আইশা বোই প্রাক্তন নাসা রকেটবিজ্ঞানী, আমান্ডা গুয়েন নাসার বহু মিশনে কাজ করেছেন, গেইল কিং বহু পুরস্কারে বিজয়ী সাংবাদিক। পাশাপাশি কেরিয়ানে ফ্লিন একসময় ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত এবং লরেন স্যাঞ্চেজ অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী সাংবাদিক ও বিমান চালক। তিনি বেজোসের আর্থ ফান্ডের সহ সভাপতি।

প্রসঙ্গত, বেসরকারি উদ্যোগে মহাকাশ অভিযান এখন কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। গত কয়েক বছরে মার্কিন ধনকুবের মাস্ক ও বেজোসের প্রচেষ্টায় স্পেস ট্যুরিজম দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। মাস্কের ‘স্পেস এক্সে’র মতোই বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’ও কম জনপ্রিয় নয়। কয়েক বছর আগেও মহাকাশ অভিযানের ক্ষেত্রে সরকারি উদ্যোগ ছাড়া ভাবা যেত না। কিন্তু যত সময় যাচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে ‘বিলিয়েনার স্পেস রেস’। আর এই লড়াইয়ে স্পেসএক্স, ভার্জিন গ্যালক্টিকের মতো সংস্থার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে চলেছে ব্লু অরিজিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement