সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের পর সূর্য। ফের সাফল্যের পালক ইসরোর মুকুটে। শনিবাসরীয় বিকেলে সূর্যের L1 কক্ষপথে ঢুকে পড়ল আদিত্য এল১। এই নির্দিষ্ট কক্ষপথেই আগামী পাঁচ বছর থাকবে সেটি। এই ঐতিহাসিক মুহূর্তে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়ে দিলেন, ভারত নতুন এক অধ্যায় সৃষ্টি করেছে।
তিনি লিখেছেন, ‘ভারত আরও এক ইতিহাস সৃষ্টি করল। ভারতের প্রথম সৌর পর্যবেক্ষক আদিত্য এল১ (Aditya L1) তার গন্তব্যে পৌঁছে গিয়েছে। এটা সবচেয়ে জটিল ও কঠিন মহাকাশ মিশনের মধ্যে অন্যতম। আমাদের বিজ্ঞানীদের নিরলস অধ্যাবসায়ের প্রমাণ। দেশের সকলের সঙ্গে আমিও করতালি দিচ্ছি।’
India creates yet another landmark. India’s first solar observatory Aditya-L1 reaches it’s destination. It is a testament to the relentless dedication of our scientists in realising among the most complex and intricate space missions. I join the nation in applauding this…
— Narendra Modi (@narendramodi) January 6, 2024
২ সেপ্টেম্বর সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় আদিত্যকে। ৩ সেপ্টেম্বর প্রথমবার কক্ষপথ বদলেছিল সৌরযান। এর পর একে একে পাঁচবার কক্ষপথ বদলে পৃথিবীর ‘মায়া’ কাটিয়ে মহাশূন্যে পাড়ি দিয়ে সূর্যের (Sun) চূড়ান্ত কক্ষপথে পৌঁছে গেল সে। এবার পাঁচ বছর ধরে নানা তথ্য নাগাড়ে দিয়ে যাবে আদিত্য। আশা, সূর্যের বহু অজানা রহস্য হয়তো এবার সামনে আনবে ইসরোর (ISRO) এই সৌরযান।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.