Advertisement
Advertisement
Iceland

২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প আইসল্যান্ডে! ‘সিঁদুরে মেঘ’ দেখছেন বিজ্ঞানীরা

বড়সড় প্রাকৃতিক দুর্যোগ ঘটতে চলেছে আইসল্যান্ডে?

2,200 earthquakes in Iceland in 24 hours। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 6, 2023 9:26 pm
  • Updated:July 6, 2023 9:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টায় ২২০০ বার কেঁপে উঠল আইসল্যান্ডের (Iceland) রাজধানী রেকজাভিক। এত অল্প সময়ের মধ্যে এতবার কম্পনে ‘সিঁদুরে মেঘ’ দেখছেন বিজ্ঞানীরা। বড়সড় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছেন তাঁরা।

জানা গিয়েছে, কম্পনের (Earth Quake) উৎসস্থল ফাগরাডালসফিয়ল পাহাড়ের পাদদেশে। এই পর্বতের অবস্থান আগ্নেয়গিরির উপরে। বুধবার বিকেল ৪টে থেকে কাঁপতে শুরু করে মাটি। এরপর ২৪ ঘণ্টার মধ্যে লাগাতার চলতেই থাকে কম্পন। দেখা গিয়েছে ২ হাজার ২০০ বার কম্পন হয়েছে। স্বাভাবিক ভাবেই বাড়ছে উদ্বেগ।

Advertisement

[আরও পড়ুন: চতুর্থ শ্রেণির ছাত্রকে বেধড়ক মার, প্রতিবাদ করায় শিক্ষকের হাতে আক্রান্ত সহকর্মীরাও, চাঞ্চল্য হুগলিতে]

তবে কোনও কম্পনই খুব বড় ছিল না। এর মধ্যে ৭ বারের কম্পনের মাত্রা ছিল ৪-এর উপরে। তবে সেটাকেও মৃদু কম্পন বলে ধরা হচ্ছে। কিন্তু কেন এতবার কাঁপল মাটি? মনে করা হচ্ছে অগ্ন্যুৎপাতের লক্ষণ হতে পারে এই ক্রমান্বয়ে কম্পন। আসলে আইসল্যান্ডের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যা, তাতে ঘনঘন কম্পন হয়। কিন্তু এত অল্প সময়ে এতবার কম্পন আগে হয়নি। তাহলে কি বড়সড় প্রাকৃতিক দুর্যোগ ঘটতে চলেছে আইসল্যান্ডে? বাড়ছে আশঙ্কা।

[আরও পড়ুন: ‘চারদিকে বামেরা জিতবে’, মমতার বিরুদ্ধে সুর চড়াচ্ছেন খোদ ‘রাজ্য সরকার’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement