Advertisement
Advertisement
Space

পৃথিবীর সব মহাসাগর ‘নস্যি’! মহাবিশ্বের সুদূর পারে মিলল অতিকায় জলাশয়ের সন্ধান

১২০০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত কৃষ্ণগহ্বরের পাশেই রয়েছে ওই জলাশয়!

140 Trillion oceans of water found in space

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:December 25, 2024 2:35 pm
  • Updated:December 25, 2024 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তরীক্ষে লুকিয়ে রয়েছে অনন্ত বিস্ময়। এবার বিজ্ঞানীরা খুঁজে পেলেন বিরাট জলাশয়! যা পৃথিবীর বুকে থাকা সব মহাসাগরের জলের থেকে ১৪০ লক্ষ কোটি গুণ বেশি। ১২০০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত সেই জলাশয় ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।

কোথায় অবস্থিত এই জলাশয়? এটি একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের পাশেই অবস্থিত। APM 08279+5255 নামের ওই কৃষ্ণগহ্বর সূর্যের চেয়ে ২ হাজার কোটি বড়! প্রসঙ্গত, সেখান থেকে আসতে থাকা আলো পৃথিবীতে পৌঁছতে লাগে ১২০০ কোটি বছর। অর্থাৎ ব্রহ্মাণ্ডের জন্মের অব্যবহিত পরই যে আলো রওনা দিয়েছে, এখন সে পৃথিবীতে পৌঁছচ্ছে! এই বিপুল দূরত্বের এক জগতের অতি বৃহৎ জলাশয়ের অস্তিত্ব ঘিরে বিজ্ঞানীরা প্রবল উৎসাহী। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির এক বিজ্ঞানী, ম্যাট ব্র্যাডফোর্ডের নেতৃত্বে একটি দল এই নিয়ে গবেষণা চালাচ্ছে। ব্র্যাডফোর্ড জানাচ্ছেন, ”এর থেকে ইঙ্গিত মিলছে, জল মহাবিশ্ব জুড়েই বিস্তৃত। এমনকী তার প্রাথমিক পর্যায়েও সেখানে জল ছিল।”

Advertisement

মহাকাশের অনন্ত বিস্ময় ব্ল্যাক হোল। মহাজাগতিক খিদে তাদের। ব্ল্যাক হোলের গঠন ও চরিত্রকে আরও নিখুঁত ভাবে জানতে সারা পৃথিবীতেই কাজ করে চলেছেন বিজ্ঞানীরা। মিলছে নিত্যনতুন তথ্য। এর আগে বিজ্ঞানীরা দাবি করেছিলেন মহাকাশে বিপুল সুনামি তৈরি করে ফেলতে পারে ব্ল্যাক হোল। এবার এক অতিকায় কৃষ্ণগহ্বরের পাশে মিলল অতিকায় জলাশয়ের অস্তিত্ব।

এই পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। মহাবিশ্বে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়ে অনুসন্ধান আজকের নয়। প্রাণের উদ্ভবের অন্যতম শর্ত হল জলের অস্তিত্ব। এবার মহাকাশের সুদূর কোণে জলাশয়ের অস্তিত্ব যেন বুঝিয়ে দিয়ে গেল পৃথিবীর চৌহদ্দির বাইরে প্রাণের সন্ধান মিলতে পারে যে কোনও সময়ই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement