প্রধান সহযোগী
বিশেষ সহযোগী
বিশেষ সহযোগী
ফুড পার্টনার
চ্যানেল সহযোগী
মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট সহযোগী
পড়ুয়াদের প্রাণের উৎসব – সংবাদ প্রতিদিন 'সরস্বতীর সেরা স্কুল'। বাগদেবীর আরাধনায় স্কুলে-স্কুলে নান্দনিকতার এই প্রতিযোগিতায় এ বছর আমরা ১৬-তে। থিম : 'হাতেখড়ির উৎসব হোক ভালবাসার সৃজনে'। কলকাতা ও সংলগ্ন এলাকার স্কুলগুলিতে পুজোর ভাবনা-ছাত্রছাত্রীদের উৎসাহী অংশগ্রহণ ও পরিবেশের নিরিখে বেছে নেওয়া হবে তিন সেরাকে। প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে কচিকাঁচাদের মস্তিষ্কপ্রসূত আইডিয়া, সামগ্রিক রুচিশীলতাকে কুর্নিশ জানাতেই সংবাদ প্রতিদিন-এর এই আনন্দ আয়োজন। খুদে সাংবাদিকদের জন্যও রয়েছে 'সারস্বত সম্মান'। ২০২৩-এ নতুন সংযোজন 'শর্ট ভিডিও কনটেস্ট'। যে কোনও ভাবনা, যে কোনও আঙ্গিকে ভিডিও করে পাঠাও আমাদের। বিজয়ীদের বেছে নেবে বিচারকমণ্ডলী। থাকবে তারকাবেষ্টিত বৃহত্তর মঞ্চে পারফর্মের সুযোগও। প্রতি বছরের মতো এবারও থাকছে একগুচ্ছ নগদ পুরস্কার।
সরস্বতী পুজোর আয়োজনই সিলেবাসের বাইরে পড়ুয়াদের সাংগঠনিক সমবেত কাজের প্রথম প্ল্যাটফর্ম। প্রতিভাকে প্রস্ফুটিত করার যে সুবর্ণ সুযোগ তারা পায়, তা আগামীর পথচলার দিশা দেখায়। করে তোলে আত্মবিশ্বাসী।
শিক্ষক-শিক্ষিকাদের গাইডেন্সে মেতে ওঠো পলাশপ্রিয়ার বন্দনায়। স্কুলকে সেরা করার লক্ষ্যে কোমর বাঁধো সব্বাই।
সরস্বতীর সেরা স্কুল
ঝিনুকে মুক্তো
পুজোর ক্যাম্পাস
অভিনেতা
গায়ক
অভিনেত্রী
ফুটবলার
অভিনেতা
অভিনেত্রী