Durga-Ma

ভূমিকা

পড়ুয়াদের প্রাণের উৎসব – সংবাদ প্রতিদিন 'সরস্বতীর সেরা স্কুল'। বাগদেবীর আরাধনায় স্কুলে-স্কুলে নান্দনিকতার এই প্রতিযোগিতায় এ বছর আমরা ১৬-তে। থিম : 'হাতেখড়ির উৎসব হোক ভালবাসার সৃজনে'। কলকাতা ও সংলগ্ন এলাকার স্কুলগুলিতে পুজোর ভাবনা-ছাত্রছাত্রীদের উৎসাহী অংশগ্রহণ ও পরিবেশের নিরিখে বেছে নেওয়া হবে তিন সেরাকে। প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে কচিকাঁচাদের মস্তিষ্কপ্রসূত আইডিয়া, সামগ্রিক রুচিশীলতাকে কুর্নিশ জানাতেই সংবাদ প্রতিদিন-এর এই আনন্দ আয়োজন। খুদে সাংবাদিকদের জন‌্যও রয়েছে 'সারস্বত সম্মান'। ২০২৩-এ নতুন সংযোজন 'শর্ট ভিডিও কনটেস্ট'। যে কোনও ভাবনা, যে কোনও আঙ্গিকে ভিডিও করে পাঠাও আমাদের। বিজয়ীদের বেছে নেবে বিচারকমণ্ডলী। থাকবে তারকাবেষ্টিত বৃহত্তর মঞ্চে পারফর্মের সুযোগও। প্রতি বছরের মতো এবারও থাকছে একগুচ্ছ নগদ পুরস্কার।
সরস্বতী পুজোর আয়োজনই সিলেবাসের বাইরে পড়ুয়াদের সাংগঠনিক সমবেত কাজের প্রথম প্ল‌্যাটফর্ম। প্রতিভাকে প্রস্ফুটিত করার যে সুবর্ণ সুযোগ তারা পায়, তা আগামীর পথচলার দিশা দেখায়। করে তোলে আত্মবিশ্বাসী।

শিক্ষক-শিক্ষিকাদের গাইডেন্সে মেতে ওঠো পলাশপ্রিয়ার বন্দনায়। স্কুলকে সেরা করার লক্ষ্যে কোমর বাঁধো সব্বাই।



শর্ট ভিডিও কনটেস্ট

অংশগ্রহণকারী স্কুল


ফটো গ্যালারি


সেলেব Judge

শুভ্রজিৎ দত্ত

অভিনেতা

সুরজিৎ চট্টোপাধ্যায়

গায়ক

ঊষসী রায়

অভিনেত্রী

দীপেন্দু বিশ্বাস

ফুটবলার

ঈশান মজুমদার

অভিনেতা

তানিকা বসু

অভিনেত্রী

Durga-Ma

নিয়মাবলি

  • ভিডিওর বিষয় : তোমার/ তোমাদের যে কোনও ভাবনার সফল রূপায়ণ হোক ক্যামেরাবন্দি।
  • সর্বোচ্চ সময়সীমা ৩ মিনিট।
  • MP4 ফাইল ফরম‌্যাটে পাঠাতে হবে।
  • HORIZONTAL ফরম‌্যাটে শু‌ট এবং এডিট করে পাঠাতে হবে।
  • একটি বিদ‌্যালয় সর্বাধিক ১০টি ভিডিও পাঠাতে পারবে।
  • ভিডিও এবং ফর্ম পূরণ করে একসঙ্গে পাঠাবেন [email protected]
  • কপিরাইট ব‌্যতিরেকে সংগীত ব‌্যবহার করবেন।
  • শুধুমাত্র কলকাতা/বিধাননগর/বরানগর/ উত্তর/দক্ষিণ দমদম পুরসভা এলাকার স্কুলগুলি অংশগ্রহণ করতে পারবে।
  • ভিডিও পাঠানোর শেষ তারিখ ১ ফেব্রুয়ারি, ২০২৩।
  • পরিকল্পনা, রূপায়ণ এবং অংশগ্রহণে শুধুমাত্র নিজ স্কুলের ছাত্রছাত্রী হওয়াই বাধ‌্যতামূলক।
  • ভিডিও নির্বাচনে বিচারকের সিদ্ধান্তই চূড়ান্তরূপে বিবেচ‌্য।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত সমস্ত ভিডিও 'সরস্বতীর সেরা স্কুল'-এর স্বত্বাধিকার।
  • ভিডিওর শেষে স্কুল ও অংশগ্রহণকারীদের নাম লিখতে হবে।
পুরস্কার মূল্য
  • সরস্বতীর সেরা স্কুল (প্রথম) ২৫,০০০/-
  • সরস্বতীর সেরা স্কুল (দ্বিতীয়) ২০,০০০/-
  • সরস্বতীর সেরা স্কুল (তৃতীয়) ১০,০০০/-
  • ঝিনুকে মুক্তো (১টি) ১০,০০০/-
  • শর্ট ভিডিও কনটেস্ট (৩টি) ১০,০০০/-
  • পুজোর ক‌্যাম্পাস (১টি) ১০,০০০/-