Advertisement
Advertisement

Breaking News

Maha Shivratri

শিবের মাথায় জল ঢালবেন? জেনে নিন কতক্ষণ থাকছে চতুর্দশী

মনোস্কামনা পূরণের জন্য নির্জলা উপবাস করে চার প্রহরে শিবের পুজো করেন অনেকে।

When is Maha Shivratri? Know the accurate date, time
Published by: Sayani Sen
  • Posted:February 24, 2025 6:53 pm
  • Updated:February 24, 2025 6:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুশাস্ত্রের শ্রেষ্ঠ ব্রত। মহাশিবরাত্রি পালন করেন অনেকেই। মনোস্কামনা পূরণের জন্য নির্জলা উপবাস করে চার প্রহরে শিবের পুজো করেন। হিন্দুশাস্ত্র মতে, দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর বিয়ের দিন শিবরাত্রি হিসাবে পালন করা হয়। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। চলতি বছর কবে শিবরাত্রি, ব্রতের নিয়মই বা কী – জেনে নিন যাবতীয় খুঁটিনাটি।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, আগামী ২৬ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১টা ১০ মিনিটে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে তিথি শেষ। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার সকাল ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ড থেকে শুরু তিথি। পরদিন সকাল ৮টা ২৯ মিনিট ৩১ সেকেন্ড তিথি শেষ। সুফল পেতে চাইলে এই সময়ের মধ্যে শিবের মাথায় জল ঢালতে হবে পুণ্যার্থীকে।

Advertisement

ব্রত পালনের ক্ষেত্রে অবশ্যই বিশেষ কিছু নিয়ম মানতে হয়। সেগুলি হল:

১. শিবরাত্রির দিন ভোর ভোর ঘুম থেকে উঠুন।
২. ওইদিন নির্জলা উপবাসও করেন অনেকে।
৩. গরম জল এবং তিল দিয়ে স্নান সেরে নিন।
৪. পুজোর শুরুতে প্রথমে শিবলিঙ্গকে মধুমিশ্রিত দুধ দিয়ে স্নান করান।
৫. পুজোর উপকরণ হিসাবে অবশ্যই থাকতে হবে বেলপাতা, আকন্দ ফুল, কুমকুম এবং চন্দন।
৬. সূর্যাস্তের পর কিছু না খাওয়াই ভালো।
৭. অনেকেই শিবরাত্রিতে ঘুমোন না। সারারাত জেগে থাকেন।
৮. তিথি শেষে দুধ, ফল খেয়ে উপবাস ভাঙাই শ্রেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement