সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নয়, একাধিক কারণে হিন্দু ধর্মালম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশিকী অমাবস্যা। কথিত আছে, কৌশিকী রূপে শুম্ভ ও নিশুম্ভকে এই অমাবস্যাতেই বধ করেছিলেন মা তারা। আবার ভক্তদের বিশ্বাস, এই তিথিতেই তারাপীঠের মহাশ্মশানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। তাই এদিন সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে ভক্তদের ঢল নামে তারাপীঠের মন্দিরে। যদিও এবারের পরিস্থিতি অন্যরকম। করোনার জেরে আপাতত বন্ধ তারাপীঠ মন্দির। তাই এবার বাড়ি বসেই পালন করুন এই অমাবস্যা তিথি। সংসারে সুখ-শান্তি বজায় রাখতে করুন এই কাজগুলি।
১৮ আগস্ট অর্থাৎ আজ সকাল ৯ টা ৪৬ মিনিটে শুরু হয়েছে অমাবস্যা তিথি। থাকবে বুধবার সকাল ৮টা ২২ মিনিট পর্যন্ত। ভাদ্র মাসের শুরুতেই পড়া কৌশিকী অমাবস্যা শুরু আজ সকাল ১০টা ৪১ মিনিটে। শেষ হবে বুধবার সকাল ৮টা ১২ মিনিটে। কথিত আছে, এই তিথিতে পূর্বপুরুষরা পৃথিবীতে এসে তাদের পরিবারের লোকেদের আশীর্বাদ করেন। এই আশীর্বাদ পেতে কী কী করবেন? চলুন জেনে নেওয়া যাক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.