Advertisement
Advertisement
Rath Yatra

রথযাত্রার আগে পুরীর জগন্নাথ মন্দিরে শিশু সেবায়েত, পাবে বিপুল সাম্মানিক

রথযাত্রা উপলক্ষে তাদের হাতেই পুজো পাবেন ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা।

Toddler sevaits at Puri's Jagannath Temple honored | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 17, 2023 1:53 pm
  • Updated:June 17, 2023 1:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Temple) ফের নজির। ভগবান জগন্নাথের পুজোর জন্য সেবায়েত হিসাবে নিযুক্ত করা হল ১০ মাসের বলদেব দশমহাপাত্র এবং এক বছরের একাংশু দশমহাপাত্রকে। আরও একটি এক বছরের শিশুকেও সেবায়েত হিসাবে নিযুক্ত করা হয়েছে। এই তিন শিশুই শ্রীমন্দিরে জগন্নাথদেবের সামনে পুজোর জন্য বিপুল অঙ্কের সাম্মানিক পাবে। বিশেষ রীতির মাধ্যমে ১০ মাসের বলদেব এবং এক বছরের একাংশুকে সরকারিভাবে পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত হিসাবে চিহ্নিত করা হয়েছে।

প্রসঙ্গত, রথযাত্রা (Rath Yatra) উপলক্ষে বিশেষ পুজোর রীতি পালনে অংশগ্রহণ করবে ওই দুই শিশু। তাদের চিহ্নিত করা হয়েছে দ্বৈতাপতি নিয়োগ বিভাগের সেবায়েত হিসাবে। রথযাত্রা উপলক্ষে তাদের হাতেই পুজো পাবেন ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা। এর জন্য এককালীন সাম্মানিক হিসাবে দেওয়া হবে প্রায় দু’লক্ষ টাকা। জগন্নাথ মন্দিরের আনাসরা ঘড়া ঘরে এই দুই শিশু সেবায়েতের অভিষেক হয়।

Advertisement

[আরও পড়ুন: ISF-BJP ‘আঁতাঁত’, গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে নওশাদকে তীব্র আক্রমণ তৃণমূলের]

গত ৪ জুন দেবস্নান পূর্ণিমার পর থেকেই ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা নিভৃতবাসে রয়েছেন। পুণ‌্যস্নানের পর থেকে জ্বর আসে জগন্নাথ, বলরাম, সুভদ্রার। এর ফলে ১৫ দিন নিভৃতবাসেই কাটান দেবতারা। শ্রীজগন্নাথ মন্দিরের ম্যানেজিং কমিটির দুর্গা দশমহাপাত্র বলেন, ‘‘জগন্নাথধামের ঐতিহ্য অনুযায়ী যখন কোনও দ্বৈতপতির ঘরে একজন শিশু ভূমিষ্ঠ হয় তখন থেকেই তাকে সেবায়েত হিসাবে চিহ্নিত করা হয়। আর রথযাত্রার আগে মহাপ্রভু জগন্নাথের নিভৃতবাস চলাকালীন সেই শিশুর সেবায়েত হিসাবে অভিষেক হয়। জগন্নাথের নিভৃতবাস যাত্রার মধ্যে কোনও শিশুর বয়স যদি ২১ দিন হয়, তবে তার সেবায়েত হিসাবে অভিষেক হয়।’’ চলতি বছরে মোট খরচের হিসাব ধার্য হয়েছে ২৬২ কোটি ১৬ হাজার টাকা।

[আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, শনাক্ত করা যায়নি ৮১ দেহ, DNA রিপোর্টের অপেক্ষায় পরিবার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement