সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিথি অনুযায়ী মঙ্গলবার গুরু পূর্ণিমা৷ কথিত আছে, এক আষাঢ়ি পূর্ণিমায় গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন। হিন্দু বিশ্বাস মতে আবার এদিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেবও জন্মেছিলেন। তাই এটি ব্যাস পূর্ণিমা বলেও পরিচিত৷ এই দিনটিকে অত্যন্ত শুভ বলেই মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা৷ শুভদিনে সহজ কিছু কাজের মাধ্যমে ফিরতে পারে আপনার সৌভাগ্য৷
- গুরু পূর্ণিমার দিন সম্ভব হলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন৷ বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি গঙ্গাস্নান সেরে আসুন৷ পবিত্র দিনে গঙ্গাস্নান করলে পুণ্যলাভ হবে৷
- আপনি কি অর্থ কষ্ট থেকে মুক্তি চান? তবে পবিত্র গুরু পূর্ণিমার দিনে উপবাস করে মা লক্ষ্মীর আরাধনা করুন৷ বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে সত্যনারায়ণ পুজোর আয়োজনও করতে পারেন৷
- এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন৷ আর্থিক সংকট দূর করতে চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালুন৷ মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারকেল নাড়ু বা লাড্ডু অর্পণ করুন।
- আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাইলে বেলগাছকে সুগন্ধী ধূপ ও ফুল দিয়ে পুজো করুন৷
- আপনি কি ব্যবসা করেন? ব্যবসায় উন্নতি চাইলে গুরু পূর্ণিমার দিন নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন।
- গ্রহের দোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমাই আদর্শ৷ কিন্তু প্রশ্ন হল কীভাবে কাটাবেন গ্রহের দোষ? গুরু পূর্ণিমার দিনে একটি সাদা কাপড়ের উপর মুগ ডাল, ছোলার ডাল, আটা, কালো তিল ও কলাই রেখে তা নবগ্রহ যন্ত্রের কাছে রাখুন৷ ওই যন্ত্রের উপর তিলক কাটতে ভুলবেন না৷ তাতে গ্রহের দোষ দূর হবে৷
- আপনি কি চন্দ্রের দোষে জেরবার? তবে এদিন চন্দ্রদেবের উপাসনা করুন৷ সন্ধ্যায় ধূপ, প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল অর্পণ করুন৷ চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যেকোনও সাদা রঙের প্রসাদ দিন।
- পুণ্যলাভ করতে চাইলে এই বিশেষ দিনে গরিবদের অন্ন এবং বস্ত্রদান করুন৷ এছাড়াও এদিন পারলে পশুপাখিকে খাওয়ান৷