Advertisement
Advertisement
Ram Navami 2024 Ayodhya

রামনবমীতে রামলালা পরবেন বিশেষ সূর্য তিলক, এলাহি আয়োজন অযোধ্যা জুড়ে

প্রসার ভারতীতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

Ram Navami 2024 Ayodhya: Ram Mandir gears up for Surya Tilak
Published by: Akash Misra
  • Posted:April 8, 2024 10:13 pm
  • Updated:April 8, 2024 10:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশের কাছে প্রতিবারের তুলনায় এবারের রামনবমী যেন একেবারেই অন্যরকম। আর হবে নাই বা কেন, এবার তো অযোধ্যায় খোদ রামলালার অধিষ্ঠান। আর সেই কারণেই এবারের রামনবীতে গোটা দেশের চোখ অযোধ্যার দিকেই।

আগামী ১৭ এপ্রিল রাম নবমী। রাম জন্মোৎসবের জন্য সেজে উঠেছে গোটা অযোধ্যা। রাম মন্দিরে চলছে রাজসূর্য যজ্ঞের আয়োজন। ৫০০ বছর পর এই প্রথমবার রাম মন্দিরে রাম চন্দ্রের জন্মোৎসব পালন করা হবে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ১৭ এপ্রিল রাম নবমী উপলক্ষে রাম মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। রামের মন্দির সেজে উঠবে বিশেষ সাজে। জানা গিয়েছে, প্রায় ৫০ কুইন্টাল দেশি ও বিদেশি ফুল দিয়ে সাজানো হবে গোটা রামমন্দির। তবে এখানেই শেষ নয়, রামনবমীতে রামলালার কপাল উজ্জ্বল করবেন সূর্য তিলক। সূত্রের খবর, রাম জন্মোৎসব উপলক্ষে ১৭ এপ্রিল দুপুর ১২টায় সূর্যের রশ্মি দিয়ে রাম লালার তিলক আঁকা হবে। সেই সূর্যের রশ্মি রামলালার মুখকে আলোকিত করবে। এই সূর্য তিলকের মাপ হবে ৭৫ মিমি। শ্রী রামচন্দ্র সূর্যবংশে জন্ম নেন। পরবর্তীকালে রাজা রঘুর নামানুসারে রঘুবংশ নামেও পরিচিত ছিলেন দশরথের বংশধরেররা। আর সেই কারণেই রামনবমীতে রামলালার কপালে শোভা পাবে বিশেষ সূর্যতিলক।

Advertisement

[আরও পড়ুন: ‘মির্জা’র রিলিজ পিছোলেন অঙ্কুশ, কেন এই সিদ্ধান্ত? জানালেন অভিনেতা-প্রযোজক ]

এই তিলক অনুষ্ঠান সম্প্রচারিত হবে সরাসরি বিভিন্ন জায়ান্ট স্ক্রিনে। যাঁরা রাম মন্দিরে আসতে পারবেন না, তাদের জন্য প্রসার ভারতীতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। মন্দিরের তরফে জানানো হয়েছে, ভক্তদের গরম থেকে রক্ষা করতে ৬০০ মিটার দীর্ঘ চাঁদোয়ার ব্যবস্থা করা হচ্ছে। এমনকী, দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পানীয় জল ও ওআরএস পাউডারের ব্যবস্থা করা হবে।

[আরও পড়ুন: সাইবার ক্রাইমের শিকার বিজয় দেবেরাকোন্ডা, কেন পুলিশের দ্বারস্থ হতে হল তারকার টিমকে? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement