সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই মহালয়া (Mahalaya)। এই তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্য গঙ্গায় তর্পণ করবেন অনেকেই। তবে কথিত আছে সারাবছর সুখে শান্তিতে বাঁচার জন্য কিছু নিয়মকানুন এদিন মানা প্রয়োজন। জেনে নিন মহালয়ার পুণ্যলগ্নে কী করবেন আর কোন কাজটি ভুলেও করবেন না।
চলুন প্রথমেই জেনে নেওয়া যাক জীবনে সুখী হতে চাইলে মহালয়ায় কোন কাজগুলি ভুলেও করবেন না:
১. মহালয়ার দিন কোনও শুভকাজের শুরু না করাই ভাল। যেমন এই দিনটিতে কারও বিয়ের কথা বলবেন না। বাড়ি, গাড়িও না কেনাই ভাল। এদিন ব্যবসার সূচনা করাও উচিত নয়।
২. এদিনটিতে আমিষ খাওয়া উচিত নয়।
৩. প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না।
৪. যিনি তর্পণ করবেন তিনি এদিনটিতে ভুলেও চুলদাঁড়ি কাটবেন না।
৫. মহালয়ায় ধূমপান কিংবা মদ্যপান করাও উচিত নয়।
এবার জেনে নেওয়া যাক মহালয়ায় কোন কাজ অবশ্যই করা উচিত:
১. বেশ ভোরবেলা এদিন ঘুম থেকে উঠে পড়ুন।
২. পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যাঁরা করবেন তাঁরা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলাই যান গঙ্গার ঘাটে। অবশ্যই খালিপেটে তর্পণ করবেন।
৩. যাঁরা তর্পণ করতে পারবেন না, তাঁরা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন।
৪. পারলে এই দিনটিতে দানধ্যান করুন। দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতেই পারেন।
৫. পশুপাখিদের খাবার খাওয়াতে পারেন।
৬. বিষ্ণুর নাম জপ করতে পারেন। এছাড়া রামায়ণ, মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন।
বিশেষজ্ঞদের কথা অনুযায়ী এই নিয়মগুলি মানুন। এই কঠিন সময়েও আপনার সারাবছর অত্যন্ত ভাল কাটুক। উন্নতি হোক পদে পদে। আপনার গৃহকোণ হয়ে উঠুক আরও সুন্দর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.