Advertisement
Advertisement
Mahalaya 2023

Mahalaya 2023: মহালয়ার দিন এই কাজগুলি ভুলেও করবেন না, হতে পারে মহাবিপদ

কোন কোন কাজ করা উচিত, তাও জেনে নিন।

Mahalaya 2023: What to do and not to do in Mahalaya ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 13, 2023 3:34 am
  • Updated:October 13, 2023 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই মহালয়া (Mahalaya)। এই তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্য গঙ্গায় তর্পণ করবেন অনেকেই। তবে কথিত আছে সারাবছর সুখে শান্তিতে বাঁচার জন্য কিছু নিয়মকানুন এদিন মানা প্রয়োজন। জেনে নিন মহালয়ার পুণ্যলগ্নে কী করবেন আর কোন কাজটি ভুলেও করবেন না।

চলুন প্রথমেই জেনে নেওয়া যাক জীবনে সুখী হতে চাইলে মহালয়ায় কোন কাজগুলি ভুলেও করবেন না:

Advertisement

১. মহালয়ার দিন কোনও শুভকাজের শুরু না করাই ভাল। যেমন এই দিনটিতে কারও বিয়ের কথা বলবেন না। বাড়ি, গাড়িও না কেনাই ভাল। এদিন ব্যবসার সূচনা করাও উচিত নয়।
২. এদিনটিতে আমিষ খাওয়া উচিত নয়।
৩. প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না।
৪. যিনি তর্পণ করবেন তিনি এদিনটিতে ভুলেও চুলদাঁড়ি কাটবেন না।
৫. মহালয়ায় ধূমপান কিংবা মদ্যপান করাও উচিত নয়।

Tarpan
এবার জেনে নেওয়া যাক  মহালয়ায় কোন কাজ অবশ্যই করা উচিত:
১. বেশ ভোরবেলা এদিন ঘুম থেকে উঠে পড়ুন।
২. পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যাঁরা করবেন তাঁরা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলাই যান গঙ্গার ঘাটে। অবশ্যই খালিপেটে তর্পণ করবেন।
৩. যাঁরা তর্পণ করতে পারবেন না, তাঁরা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন।
৪. পারলে এই দিনটিতে দানধ্যান করুন। দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতেই পারেন।
৫. পশুপাখিদের খাবার খাওয়াতে পারেন।
৬. বিষ্ণুর নাম জপ করতে পারেন। এছাড়া রামায়ণ, মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন।

Tarpan
বিশেষজ্ঞদের কথা অনুযায়ী এই নিয়মগুলি মানুন। এই কঠিন সময়েও আপনার সারাবছর অত্যন্ত ভাল কাটুক। উন্নতি হোক পদে পদে। আপনার গৃহকোণ হয়ে উঠুক আরও সুন্দর। 

[আরও পড়ুন: রাজ রাজেশ্বরীর ঠাকুর দালানে চলছে ৪৬ দিনের দুর্গাপুজো, দুই শতাব্দীতে যা দেখেনি পঞ্চকোট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement