Advertisement
Advertisement
কুমারী পুজো, আদ্যাপীঠ, রামনবমী

রাম নবমী উপলক্ষে দু’হাজার কুমারীর পুজো, উৎসবের মেজাজ আদ্যাপীঠে

ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত৷

Kumari Puja arranged in Adyapith for the occasion of RamNavami
Published by: Sayani Sen
  • Posted:April 14, 2019 12:20 pm
  • Updated:April 14, 2019 2:50 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: রাজ্যজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে রাম নবমী৷ আর এই অনুষ্ঠান উপলক্ষে মহা সাড়ম্বরে কুমারী পুজো পালিত হল আদ্যাপীঠে৷ রবিবার উত্তর ২৪ পরগনার কামারহাটির আদ্যাপীঠে ২০০০ জন কুমারীকে এদিন দেবী রূপে পুজো করা হয়৷ রীতিমতো উৎসবে মেতে ওঠেন ভক্তরা৷

[ আরও পড়ুন: সন্ন্যাসীদের উপর দিয়ে হেঁটেই মন্দির থেকে শিবমূর্তি নিয়ে বেরোন পূজারি়]

KUMARI-PUJO

Advertisement

১৩২৭ বঙ্গাব্দে আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুর প্রথম এই কুমারী পুজোর সূচনা করেন৷ কথিত আছে, সেই সময় তিনি ২৮ জন কুমারীকে দেবী রূপে পুজো করতে যান৷ কিন্তু তিনি দেখেন কুমারীর সংখ্যা ২৮ হলেও, পুজো গ্রহণ করছেন মোট উনত্রিশ জন৷ কিছুতেই সেদিন হিসেব মেলাতে পারেননি অন্নদা ঠাকুর। পরে রাতে স্বপ্নাদেশ পান অন্নদা ঠাকুর৷ তিনি জানতে পারেন স্বয়ং আদ্যামাও রাম নবমীতে তাঁর পুজো গ্রহণ করেছিলেন৷ সেদিন থেকেই রাম নবমীতে মহা উৎসব পালিত হয় আদ্যাপীঠে। রবিবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের মেয়েদের সঙ্গে নিয়ে আদ্যাপীঠে পৌঁছান মায়েরা৷ ব্রহ্মচারী মুরাল ভাইয়ের উপস্থিতিতে নিয়ম মেনে দু’হাজার জন কুমারীর মায়েরা তাদের পা ধুইয়ে দিয়ে প্রণাম করেন৷ এরপর নিষ্ঠা সহকারে কুমারী পুজো করা হয় আদ্যাপীঠে।

[ আরও পড়ুন: মোগল যুগের হিংসা ভুলে ফের শুরু ঐতিহ্যবাহী ভবানন্দ মজুমদারের অন্নপূর্ণা পুজো]

KUMARI-PUJO

[ আরও পড়ুন: অশুভ শক্তি দূরে রাখতে শাস্ত্র মেনে বাড়িতে এভাবেই রাখুন শঙ্খ]

প্রায় প্রতিদিনই ভক্তেরা ভিড় জমান আদ্যাপীঠে৷ রাম নবমীর কুমারী পুজো দেখার টানে বেড়েছে ভক্তের সংখ্যা৷ রবিবার সকালে ভক্তদের সংখ্যা প্রায় কয়েক হাজার ছাপিয়ে গিয়েছে৷ রাম নবমী উপলক্ষে দিনভর উৎসব চলবে আদ্যাপীঠে৷ চলবে প্রসাদ বিতরণও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement