সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করবা চৌথ (Karwa Chauth 2022)। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই ব্রত পালিত হয়। আর তা করেন বিবাহিত মহিলারা। স্বামী-সংসারের মঙ্গল কামনায় সারাটা দিন তাঁরা উপোস করে থাকেন। চাঁদের দেখা পেলে তবেই স্বামীর হাতে জল পান করে উপোস ভাঙেন।
সাধারণত অবাঙালি মহিলারা এই ব্রত পালন করে থাকেন। তবে এখন অনেকেই স্বামী ও সংসারের মঙ্গলের জন্য করবা চৌথের উপোস করেন। এবারে করবা চৌথের তিথি শুরু হচ্ছে আগামিকাল অর্থাৎ ১৩ অক্টোবর রাত ১.৫৯ মিনিট থেকে। আর তা শেষ হচ্ছে শুক্রবার ভোররাত ৩.০৮ মিনিটে। পুজোর সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৫৪ মিনিট থেকে ৭.০৯ মিনিট পর্যন্ত থাকবে।
আকাশে চাঁদের দেখা পেলেই স্বামীর হাতে জলপান করে উপোস ভাঙেন বিবাহিতরা। নেটদুনিয়া মারফত পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে চন্দ্রোদয় হবে। বৃহস্পতিবার কলকাতায় চাঁদ উঠবে ৭.৩৭ মিনিটে চাঁদ ওঠার কথা। দিল্লি ও মুম্বইয়ে যথাক্রমে ৮.২৪ মিনিট ও ৮.৪৮ মিনিটে চাঁদ ওঠার কথা।
জেনে নিন করবা চৌথের এই ব্রত পালনের সময় কী করা উচিত কী করা উচিত নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.