Advertisement
Advertisement
Janmashtami 2022

Janmashtami 2023: এই জন্মাষ্টমীতে নিজের রাশি অনুযায়ী গোপালের পুজো করুন, পূর্ণ হবে মনোবাসনা

আগামী সপ্তাহেই জন্মাষ্টমী। তার আগে এই তথ্যগুলি জেনে রাখুন।

Janmashtami 2023: Here is what what you should offer to Lord Krishna as per Zodiac Sign | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 5, 2023 3:32 pm
  • Updated:September 5, 2023 8:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যায়, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র দেখা যায়, তখন জন্মাষ্টমী (Janmashtami 2023) পালিত হয়। এই দিনেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান শ্রী কৃষ্ণ (Shree Krishna)। বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে তিনি পূজিত হন। সারা দেশেই পালিত হয় জন্মাষ্টমী।  

Janmashtami Celebration

Advertisement

মেষ: লাল রঙের পোশাকে সাজিয়ে দিন নিজের গোপাল ঠাকুরকে। ভোগে আর যাই রাখুন না কেন মাখন ও মিছরি রাখতে ভুলবেন না।
বৃষ: মাখন সাজিয়ে গোপালকে ভোগ দিন। তারপর নিয়ম-নিষ্ঠা মেনে পুজো করুন। তাতেই সমস্ত সমস্যার সমাধান হবে বলে মত বিশেষজ্ঞদের।
মিথুন: এই রাশির জাতকরা গোপালকে দই ভোগ হিসেবে নিবেদন করবেন। আর চন্দনের তিল অবশ্যই পরাবেন।
কর্কট: সাদা পোশাকে গোপালকে সাজিয়ে তুলবেন। আর ভোগ হিসেবে অর্পণ করবেন কেশরযুক্ত দুধ।

[আরও পড়ুন: শ্রাবণ মাসে নিরামিষ খাবার খান অনেকেই, কারণ জানলে চমকে যাবেন]

সিংহ: মাখন ও মিছরি সহযোগে ভোগ নিবেদন করবেন। তার আগে অশ্বগন্ধার তিলক পরিয়ে দেবেন। আর গোপালকে সাজিয়ে তুলবেন গোলাপি রঙের পোশাকে।
কন্যা: এই রাশির জাতক হলে কানাইকে সবুজ পোশাক পরাবেন। আবর ভোগ হিসেবে দেবেন মেওয়া।
তুলা: এই রাশির জাতকদের গোপালকে গোলাপী পোশাকে সাজিয়ে ঘি নিবেদন করা উচিত।
বৃশ্চিক: গোপালকে ভোগ হিসেবে দুধ নিবেদন করুন। এতে নাকি আর্থিক সমস্যা দূর হয়।

Janmashtami
ধনু: এই রাশির জাতকদের ক্ষেত্রে হলুদ রং বেশ শুভ। তাই গোপালকে হলুদ পোশাকে সাজিয়ে হলুদ রঙের মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করুন।
মকর: নীল রঙের পোশাকে সাজিয়ে তুলুন মুরলীধরকে। ভোগে দিন মিছরি।
কুম্ভ: নীল রঙের পোশাকে সাজিয়ে গোপালকে মালপোয়া ভোট হিসেবে নিবেদন করুন। চন্দনের প্রলেপও লাগাবেন।
মীন: হলুদ রঙের পোশাক পরিয়ে গোপালকে সাজান। ভোগ হিসেবে দিন কেশর বরফি।

[আরও পড়ুন: মাসির বাড়ি একা যাওয়ায় রাগ মহালক্ষ্মীর, রসগোল্লা খাইয়ে স্ত্রী-র মান ভাঙান প্রভু জগন্নাথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement