Advertisement
Advertisement
Jagadhatri Puja 2024

নবমীতেই তিনদিনের পুজো, জগদ্ধাত্রীর আশীর্বাদ পেতে ভক্তদের ভিড় বেলুড় মঠে

সোমবার সকাল ৭ থেকে শুরু হবে দশমীর পুজো।

Jagadhatri Puja 2024: Jagaddhatri Puja at Belur Math
Published by: Subhankar Patra
  • Posted:November 10, 2024 6:38 pm
  • Updated:November 10, 2024 6:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমী। মূলত এদিনই রাজ্যজুড়ে দেবীর আরাধনা হয়। বছরের পর বছর ধরে বিশুদ্ধ পঞ্জিকা মেনে একদিনে পুজো করছে বেলুড় মঠও। আজ নবমী তিথিতে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হচ্ছে মঠে। শনিবার সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস সম্পূর্ণ হয়েছে। সোমবার সকাল ৭ থেকে শুরু হবে দশমীর পুজো।

বেলুড় মঠে প্রথম জগদ্ধাত্রী পুজো হয় ১৯৪১ সালে। চলতি বছরেও বরাবরের মতো তিনভাগে পুজোর আয়োজন করা হয়েছে। পূর্বাহ্ন, মধ্যাহ্ন এবং অপরাহ্নে পুজো। তিন প্রহরের পুজোর পর হবে হোম, পুষ্পাঞ্জলি ও সন্ধ্যারতি। পূর্বাহ্নের পুজো হয়েছে সকালে। বেলা ১১টা থেকে হয়েছে মধ্যাহ্নের পুজো। ২টো থেকে শুরু হয়েছে অপরাহ্নের পুজো। বিকেল ৪টের সময় হয়েছে হোম ও পুষ্পাঞ্জলি। সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়েছে সন্ধ্যারতি। মাঝে দুপুর তিনটে পর্যন্ত দেওয়া হয়েছে মায়ের ভোগ।

Advertisement
Jagadhatri Puja 2024: Jagaddhatri Puja at Belur Math
চলছে পুজো।

সোমবার সকালে শুরু হবে দেবীর দশমীপুজো। ধাপে ধাপে সব নিয়ম মানার পর দর্পণে মায়ের বিসর্জন হবে। একই দিনে সন্ধ্যায় প্রতিমা বির্সজনও হবে। পুণ্যতিথিতে প্রতিবারের মতো হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ভক্তদের ভিড় উপচে পড়ছে বেলুড় মঠে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement