Advertisement
Advertisement
Jagadhatri Puja 2024

জগদ্ধাত্রীর আরাধনায় সাজছে বাংলা, কবে শুরু পুজো? কদিন ধরে চলবে!

মহানবমী কবে? দেখে নিন একনজরে।

Jagadhatri Puja 2024: This year's Puja date

ছবি: সংগৃহীত।

Published by: Subhankar Patra
  • Posted:November 5, 2024 3:49 pm
  • Updated:November 5, 2024 5:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা কাটিয়ে বাঙালি এবার দেবী জগদ্ধাত্রীর অপেক্ষায়। মা কালীর বিসর্জনের পরই হৈমন্তিকার আরাধনায় মেতে ওঠে বঙ্গবাসী। নদিয়ার কৃষ্ণনগর ও গঙ্গাপাড়ের শহর চন্দননগরে এখন সাজসাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলতি বছর কবে থেকে শুরু পুজো? মহানবমী কবে? দেখে নিন একনজরে।

কার্তিক মাসের শুক্লপক্ষে জগদ্ধাত্রী পুজো হয়। এই সময় পুজো শুরু হওয়ার সঙ্গে যুক্ত রাজা কৃষ্ণচন্দ্রের নাম। সে আলাদা কাহিনি। চলতি বছর ৭ নভেম্বর থেকে শুরু পুজো (Jagadhatri Puja 2024)। সেদিন ষষ্ঠী। দশমী ১১ নভেম্বর।

Advertisement

Jagadhatri puja 2024: Puja of Chandannagar Rani Ma

এই বছর দুর্গাপুজোর অষ্টমী ও নবমী একই দিনে পড়েছিল। মূল পুজো শেষ হয়েছিল তিনদিনে। যা নিয়ে পুজোপ্রেমীদের আক্ষেপের শেষ ছিল না। তবে জগদ্ধাত্রী পুজো চারদিনে হবে। শুক্রবার ৮ নভেম্বর সপ্তমী। অষ্টমী শনিবার ৯ তারিখ। ১০ তারিখ মহানবমী। মূলত এই দিনই সাড়ম্বরে মায়ের পুজো হয়।

Jagadhatri Puja 2024: This year's Puja date

জগদ্ধাত্রী পুজোর নাম আসলেই চন্দননগরের নাম উঠে আসে। তবে ইতিহাস থেকে জানা যায় এই পুজো শুরু হয় কৃষ্ণনগরে। রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। জলঙ্গী তীরবর্তী এই শহরে পুজো হয় মহানবমীর দিনে। তবে পরে শুরু হওয়া চন্দননগরের পুজো চারদিনই হয়। দেবী মায়ের আরাধনায় আলোর মোড়কে সেজে উঠছে চন্দননগর থেকে কৃষ্ণনগর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement