সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যায়, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র দেখা যায়, তখন জন্মাষ্টমী (Janmashtami 2021) পালিত হয়। এই দিনেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান শ্রী কৃষ্ণ (Shree Krishna)। বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে তিনি পূজিত হন। সারা দেশেই পালিত হয় জন্মাষ্টমী। এবার ৩০ আগস্ট গোপালের আরাধনায় মাতবেন দেশবাসী।
কথিত আছে, বিশেষ এই দিনে যদি নিয়ম-নিষ্ঠা মেনে গোবর্ধনের আরাধনা করা যায়, তাহলে কাঙ্খিত ফল মেলে। জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। অর্থ লাভ তো হয়ই, পাশাপাশি সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। কী সেই নিয়ম?
তালের বড়া, মালপোয়া, লাড্ডু, সন্দেশ – জন্মাষ্টমীতে গোবিন্দের চরণে অনেক ভোগই দেওয়া হয়। নিজের রাশি মেনেও ভোগ নিবেদন করতে পারেন। তাতে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে।
(তথ্য সংগৃহীত)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.