Advertisement
Advertisement
Here are schedule of Basanti Puja

আগামী সপ্তাহেই বাসন্তী পুজো, জেনে নিন পূর্ণাঙ্গ নির্ঘণ্ট

বাসন্তী পুজো কে শুরু করেন?

Here are schedule of Basanti Puja । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 25, 2023 4:45 pm
  • Updated:March 25, 2023 4:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি উৎসব পালিত হবে। এই সময়ে মা দুর্গার নয়টি রূপের আরাধনা করা হয়। বাংলায় এটিই বাসন্তী পুজো নামে পরিচিত। জেনে নিন কবে শুরু এই পুজো। রইল পূর্ণাঙ্গ নির্ঘন্ট।

  • ২৭ মার্চ, সোমবার শুরু বাসন্তী পুজো। ওইদিন দিবা ৮টা ৪২ মিনিট গতে দেবীর ষষ্ঠ্যাদি পূজারম্ভ। রাত্রি ৭টা ৪৩ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি।
  • ২৮ মার্চ, মঙ্গলবার দিবা ৮টা ৪২ মিনিট থেকে রাত ৮টা ৪৮ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি।
  • ২৯ মার্চ, বুধবার অষ্টমী। দিবা ৮টা ৪০ মিনিট থেকে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত থাকবে অষ্টমী তিথি। রাত ৯টা ৫৫ মিনিট থেকে রাত ১০টা ৪৩ মিনিট পর্যন্ত চলবে সন্ধি পুজো।

[আরও পড়ুন: রামনবমীর পুজো করলে মেলে অভাবনীয় ফল! জানুন এই পুজোর মাহাত্ম্য]

  • ৩০ মার্চ, বৃহস্পতিবার নবমী তিথি। সকাল ৯টা ৪০ মিনিট থেকে রাত ১২টা ৯ মিনিট পর্যন্ত নবমী তিথি।
  • পরদিন ৩১ মার্চ, শুক্রবার দিবা ৮টা ৩৯ মিনিট থেকে রাত ২টো ১৩ মিনিট পর্যন্ত থাকবে দশমী তিথি।

পুরাণ অনুযায়ী, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন। যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে। সেই রীতি অনুযায়ী আজও বাংলার বেশ কয়েকটি বাড়িতে এই পুজো হয়।

Advertisement

[আরও পড়ুন: আর নেপাল নয়, এবার শিলিগুড়িতে পশুপতিনাথ মন্দির দর্শন, ঘুরে আসবেন নাকি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement