Advertisement
Advertisement
Durga Puja 2025

আগামী বছর কবে মহালয়া? দেবীর বোধনই বা কবে? একনজরে জেনে নিন পুজোর সূচি

কালীপুজো, ভ্রাতৃদ্বিতীয়াই বা কবে?

Durga Puja 2025: Know the date of Mahalaya and Durga Puja
Published by: Sayani Sen
  • Posted:October 12, 2024 8:19 pm
  • Updated:October 12, 2024 9:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন নবমী বললেও, তিথি মেনে দশমী। বহু মণ্ডপ, বনেদি বাড়িতে সিঁদুরখেলা, দেবীবরণের পালা সারা হয়ে গিয়েছে। তবে তা সত্ত্বেও শেষ ইনিংসে উৎসবের আনন্দ চেটেপুটে উপভোগ করতে ব্যস্ত আমজনতা। মনে কোণে অবশ্য মাঝে মাঝে মনখারাপ যে একেবারে উঁকি দিচ্ছে না তা নয়! মন শুধুই বলছে, আবার এসো মা। আবারও এক বছরের প্রতীক্ষা। যদিও আগামী বছর পুজো এগিয়ে এসেছে কিছুটা।

একনজরে দেখে নেওয়া যাক ২০২৫ সালের পুজোর সূচি।
মহালয়া: ২১ সেপ্টেম্বর (রবিবার)
ষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর (রবিবার)
সপ্তমী: ২৯ সেপ্টেম্বর (সোমবার)
অষ্টমী: ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার)
নবমী: ১ অক্টোবর (বুধবার)
দশমী : ২ অক্টোবর (বৃহস্পতিবার)
লক্ষ্মীপুজো: ৬ অক্টোবর (সোমবার)
কালীপুজো: ২০ অক্টোবর (সোমবার)
ভ্রাতৃদ্বিতীয়া: ২২ অক্টোবর (বুধবার)

Advertisement

চলতি বছর মহালয়া ছিল গত ২ অক্টোবর। ওইদিন গান্ধীজয়ন্তী। তাই মহালয়ার ছুটি নষ্ট হয়েছে। আগামী বছর ২ অক্টোবর দশমী। তাই গান্ধীজয়ন্তীর ছুটি ওইবারও মার যাবে। এবার অবশ্য তিথি অনুযায়ী পুজো ছিল চারদিনের। তা নিয়ে উৎসবপ্রেমী বাঙালির আক্ষেপের শেষ নেই। তবে আগামী বছর সেই আক্ষেপের কোনও প্রশ্ন নেই। কারণ, পাঁচদিনই চেটেপুটে পুজো উপভোগ করা যাবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement