Advertisement
Advertisement
Durga Puja

মহালয়ায় কতক্ষণ থাকবে অমাবস্যা? কখন শুরু সন্ধিপুজো? জেনে নিন দুর্গাপুজোর নির্ঘণ্ট

এবার অক্টোবরের পয়লা তারিখেই মহাষষ্ঠী।

Durga Puja 2022 Date and Time, here is the full list | Sangbad Pratidin

বাঙালির শ্রেষ্ঠ উৎসব - দুর্গাপুজো।

Published by: Sulaya Singha
  • Posted:September 23, 2022 8:24 pm
  • Updated:September 23, 2022 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরে আবার চলে এল দুর্গাপুজো। বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই উমা আসবে ঘরে। উৎসবে মেতে উঠবে আপামর বাঙালি তথা ভারতবাসী। আগামী ২৫, রবিবার সেপ্টেম্বর মহালয়া ( Mahalaya)। ৩০ সেপ্টেম্বর, শুক্রবার পঞ্চমী। ১, ২, ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী। ৫ অক্টোবর দশমীতে মা’কে বরণ করে জানাতে হবে বিদায়। তারপর আবার একটা বছরের অপেক্ষা।

এবার দেবী দুর্গা (Durga Puja 2022) আসছেন হাতির পিঠে চড়ে। অর্থাৎ গজে আগমন। শস্যপূর্ণ হবে এই বসুন্ধরা। ফেরা নৌকায়। এর অর্থ অবশ্য প্লাবনের আশঙ্কা। প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা। হতে পারে বন্যাও। তবে পুজোর তিথি কখন শুরু। কতক্ষণ থাকবে অমাবস্যা? সন্ধিপুজোই বা কখন শুরু, কোন সময়ের মধ্যে শেষ করতে হবে দশমীর পুজো? পঞ্জিকা মত অনুযায়ী তুলে ধরা হল বিস্তারিত সময়সূচি।

Advertisement
Durga
ফাইল ছবি

[আরও পড়ুন: নিজের মৃত্যু নিশ্চিত করতেই দেবীর অকালবোধনে পুরোহিত ছিলেন স্বয়ং রাবণ! জানেন এই কাহিনি?]

দুর্গাপুজো ২০২২-এর নির্ঘণ্ট:

  • ২৫ সেপ্টেম্বর, বাংলা ৮ আশ্বিন, রবিবার মহালয়া। ২৪ সেপ্টেম্বর (৭ আশ্বিন) অর্থাৎ শনিবার, রাত ২টো ৫৫ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। থাকবে ২৫ সেপ্টেম্বর (৮ আশ্বিন) রাত ৩টে ২৪ মিনিট পর্যন্ত।
  • এবার অক্টোবরের পয়লা তারিখেই মহাষষ্ঠী। বাংলার ক্যালেন্ডার অনুযায়ী ১৪ আশ্বিন, শনিবার মায়ের বোধন। মহাষষ্ঠী থাকবে রাত ৮টা ৩৭ মিনিট পর্যন্ত।
  • রবিবার ২ অক্টোবর (১৫ আশ্বিন) মহাসপ্তমী। সন্ধে ৬টা ২২ মিনিট পর্যন্ত থাকবে তিথি।
  • ৩ অক্টোবর, সোমবার (১৬ আশ্বিন) মহাষ্টমী। বিকেল ৪টে পর্যন্ত থাকবে অষ্টমী তিথি।
  • এবার সন্ধিপুজোর সময় শুরু হয়ে যাবে দুপুর ৩টে ৩৬ মিনিট থেকে। পুজো শেষ করতে হবে বিকেল ৪টে ২৪ মিনিটের মধ্যে।
  • ৪ অক্টোবর (১৭ আশ্বিন), মঙ্গলবার মহানবমী। থাকবে দুপুর ১টা ৩৪ মিনিট পর্যন্ত।
  • ৫ অক্টোবর (১৮ আশ্বিন) বুধবার দশমী। সকাল ১১টা ১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে পুজো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement