সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। আগামী বৃহস্পতিবারই চৈত্র নবরাত্রির শেষ দিন। সেদিনই পালিত হবে রামনবমী (Ram Navami)। রামনবমীর দিন সঠিক নিয়ম মেনে চললে যেমন সৌভাগ্যের সূচনা করতে পারে, তেমনই কিছু কাজ এই দিন করতে নেই। জেনে নিন রামনবমীর দিন কী করবেন, কী করবেন না।
কী করবেন
- অনেকেই এই দিন দোলনার উপরে রামমূর্তি রাখেন। এটি শুভ বলে ধরা হয়।
- এই দিনে উপোস করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে। তবে উপোসের সময় জলপান করুন ঘনঘন।
- ঘুম থেকে ওঠার পরে দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে পারেন।
- বলা হয়, এই দিন অযোধ্যায় গিয়ে সরযূ নদীতে ডুব দিলে অতীত ও বর্তমান জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়।
- পাঠ করতে পারেন রামচরিতমানস, রাম চল্লিশা ও শ্রীরাম রক্ষাস্ত্রোত্র।
- পাশাপাশি হনুমান চল্লিশা পাঠ করে দরিদ্রকে দান করলেও পুণ্য হয়।
- এদিন কাউকে ঠকাবেন না। সৎ থাকুন। যে কোনও রকমের কুচিন্তা থেকে নিজেকে দূরে রাখুন।
কী করবেন না
- এই দিন কোনও রকমের তামসিক খাবার, আমিষ ও অ্যালকোহল গ্রহণ করবেন না।
- তরকারিতে পিঁয়াজ ও আদা দেবেন না।
- নবরাত্রির দিন চুল-দাঁড়ি কাটবেন না।