Advertisement
Advertisement
Mahalaya

মহালয়ার দিনে এই কাজগুলি ভুলেও করবেন না! বলছে জ্যোতিষ

জেনে নিন কোন কাজগুলি করা উচিত।

Don't do these things on Mahalaya
Published by: Biswadip Dey
  • Posted:September 13, 2024 5:50 pm
  • Updated:September 13, 2024 6:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিন। ২ অক্টোবর মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের শুরুর দিনটিতে পিতৃপুরুষের উদ্দেশে গঙ্গায় তর্পণ করবেন বহু মানুষ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়। এই একপক্ষকাল, মানে ১৫ দিন পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার-অনুষ্ঠান করেন হিন্দুরা। কিন্তু জানেন কি এদিন কয়েকটি কাজ করলে আপনার জীবনে ঘনিয়ে আসতে পারে দুর্যোগ।

জেনে নিয়ে সাবধান হোন

Advertisement

১. বহু জ্যোতিষীদের মতে, এদিনটায় বাড়িতে কোনও শুভ কাজ না করাই ভালো। অর্থাৎ কোনও বিয়ে অথবা গাড়ি-বাড়ি কেনার পরিকল্পনা করবেন না।

২. আবার এইদিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুলদাড়ি কাটা উচিত নয়। তবে যিনি তর্পণ করবেন এটা কেবল তাঁর ক্ষেত্রেই প্রযোজ্য। পাশাপাশি ধূমপান কিংবা মদ্যপানও করা চলবে না।

৩. এদিন আমিষ খাবেন না। নিরামিষই খান। এমনকী, প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না। কাউকে ধার দেবেন না। মাটিতে গর্তও খুঁড়বেন না।

৪. খেয়াল রাখবেন, আজ যেন কোনও ভিক্ষুক খালি হাতে না ফিরে যান। তাঁকে অবশ্যই কিছু না কিছু দিন। সেই সঙ্গেই গরিব মানুষদের বস্ত্র বা খাদ্য দান করলেও তা শুভ বলে ধরা হয়।

এবার জেনে নেওয়া যাক মহালয়ায় কোন কাজ অবশ্যই করা উচিত:

১. বেশ ভোরবেলা এদিন ঘুম থেকে উঠে পড়ুন।

২. পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যাঁরা করবেন তাঁরা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলাই যান গঙ্গার ঘাটে। অবশ্যই খালিপেটে তর্পণ করবেন।

৩. যাঁরা তর্পণ করতে পারবেন না, তাঁরা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন।

৪. পারলে এই দিনটিতে দানধ্যান করুন। দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতেই পারেন।

৫. পশুপাখিদের খাবার খাওয়াতে পারেন।

৬. বিষ্ণুর নাম জপ করতে পারেন। এছাড়া রামায়ণ, মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement