Advertisement
Advertisement
Durga Puja Do and Dont

সাবধান! এই কাজগুলি ভুলেও দুর্গাপুজোর সময় করবেন না, হতে পারে মহা বিপদ

পুজোর ক'টা দিন সাবধানে থাকুন।

Don't do these things in Durga Puja | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suparna Majumder
  • Posted:October 1, 2022 7:41 pm
  • Updated:October 1, 2022 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারদপ্রাতে শিউলির গন্ধ পেলেই বাঙালির মন ভাল হয়ে যায়। উমার ঘরে ফেরার পালা। তবে দুগ্গা দুগ্গা করে তো চারটে দিন কাটিয়ে ফেললেই আর হল না! এমন কিছু কাজ রয়েছে যা দুর্গাপুজোর (Durga Puja 2022) সময় একদম করা উচিত নয়।

Durga Puja

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন — 

  • পুজোর চারটে দিন নখ কিংবা মাথার চুল কাটা উচিত নয়। ছেলেরা দাঁড়ি কামানোর ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলতে পারেন। 
  • বিষ্ণু পুরাণে নাকি দুর্গাপুজোর এই সময়টায় দিনের বেলায় না ঘুমানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় দিনের বেলায় ঘুমানো অশুভ মানা হয়। 
  • পুজোর এই ক’টা দিন বাড়িতে অতিথি এলে কখনও তাঁর বা তাঁদের অবহেলা করবেন না। এতে সংসারের অমঙ্গল হতে পারে। 
  • পুজোর দিনগুলোতে কাউকে খালি হাতে ফেরাতে নেই। সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দিতে হয়। 
  • দুর্গাপুজোয় অনেকের বাড়িতেই ঘট পাতার এবং প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। এই নিয়মের যাতে অন্যথা না হয় তা খেয়াল রাখতে হবে। প্রদীপ যেন কোনওভাবে নিভে না যায়।

[আরও পড়ুন: অফিসের পর প্যান্ডেল হপিং? কম সময়ে ক্লান্তি কাটিয়ে কীভাবে হয়ে উঠবেন মোহময়ী?]

তাহলে পুজোর এই চারটে দিন কীভাবে চলা উচিত? এই প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন – 

  • পুজোর এই ক’টা দিন গঙ্গায় স্নান করুন। তা সবসময় বা সকলের পক্ষে সম্ভব নয়। এমন ক্ষেত্রে স্নানের পর একটু গঙ্গার জল ছিটিয়ে নেওয়া যেতে পারে। 
  • মায়েরা দুর্গাপুজোর অঞ্জলি দেওয়ার পর সন্তানের কপালে দই এবং হলুদের ফোঁটা দেবেন। এতে সন্তানের মঙ্গল হবে। 

Durga Puja 1

  • প্রতিদিন দুর্গাপুজোর অঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন। তা না পারলে সন্ধিপুজোর অঞ্জলি অবশ্যই দেবেন। এতে আপনার ও আপনার পরিবারের ভাল হবে।
  • দশমীর দিন গুরুজনদের প্রণাম করতে ভুলবেন না। সারাটা বছর এই আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। 

(তথ্য সংগৃহীত)

[আরও পড়ুন: হাওড়াতেও জমজমাট দুর্গাপুজো, কলকাতার সঙ্গে তাল মিলিয়ে এখানেও থিমের লড়াই ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement