সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারদপ্রাতে শিউলির গন্ধ পেলেই বাঙালির মন ভাল হয়ে যায়। উমার ঘরে ফেরার পালা। তবে দুগ্গা দুগ্গা করে তো চারটে দিন কাটিয়ে ফেললেই আর হল না! এমন কিছু কাজ রয়েছে যা দুর্গাপুজোর (Durga Puja 2022) সময় একদম করা উচিত নয়।
বিশেষজ্ঞরা বলছেন —
- পুজোর চারটে দিন নখ কিংবা মাথার চুল কাটা উচিত নয়। ছেলেরা দাঁড়ি কামানোর ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলতে পারেন।
- বিষ্ণু পুরাণে নাকি দুর্গাপুজোর এই সময়টায় দিনের বেলায় না ঘুমানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় দিনের বেলায় ঘুমানো অশুভ মানা হয়।
- পুজোর এই ক’টা দিন বাড়িতে অতিথি এলে কখনও তাঁর বা তাঁদের অবহেলা করবেন না। এতে সংসারের অমঙ্গল হতে পারে।
- পুজোর দিনগুলোতে কাউকে খালি হাতে ফেরাতে নেই। সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দিতে হয়।
- দুর্গাপুজোয় অনেকের বাড়িতেই ঘট পাতার এবং প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। এই নিয়মের যাতে অন্যথা না হয় তা খেয়াল রাখতে হবে। প্রদীপ যেন কোনওভাবে নিভে না যায়।
তাহলে পুজোর এই চারটে দিন কীভাবে চলা উচিত? এই প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন –
- পুজোর এই ক’টা দিন গঙ্গায় স্নান করুন। তা সবসময় বা সকলের পক্ষে সম্ভব নয়। এমন ক্ষেত্রে স্নানের পর একটু গঙ্গার জল ছিটিয়ে নেওয়া যেতে পারে।
- মায়েরা দুর্গাপুজোর অঞ্জলি দেওয়ার পর সন্তানের কপালে দই এবং হলুদের ফোঁটা দেবেন। এতে সন্তানের মঙ্গল হবে।
- প্রতিদিন দুর্গাপুজোর অঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন। তা না পারলে সন্ধিপুজোর অঞ্জলি অবশ্যই দেবেন। এতে আপনার ও আপনার পরিবারের ভাল হবে।
- দশমীর দিন গুরুজনদের প্রণাম করতে ভুলবেন না। সারাটা বছর এই আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে।
(তথ্য সংগৃহীত)