Advertisement
Advertisement
Rath Yatra Fortune

ভাগ্য ফেরাতে চান? রথযাত্রার দিন এই নিয়মগুলি আপনাকে মানতেই হবে

ভাগ্য ফেরাতে নিয়মগুলি মানতে ভুলবেন না৷

Do this thing on Rath Yatra, your fortune will shine surely
Published by: Sayani Sen
  • Posted:July 6, 2024 10:30 am
  • Updated:July 6, 2024 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই রথযাত্রা। কথিত আছে, স্নানযাত্রার পনেরো দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা৷ তাই রথযাত্রার আনন্দে মাতোয়ারা বাংলা-সহ গোটা দেশ। রথের রশিতে টান তো দেবেন, কিন্তু জানেন কি এদিন কিছু নিয়ম মানলেই ঘুরতে পারে আপনার ভাগ্যের চাকা৷ জেনে নিন কী সেই নিয়ম। 

১. রথযাত্রার (Rath Yatra 2024) পুণ্য তিথিতে আপনার সংসারের শ্রীবৃদ্ধি চাইলে ভোর ভোর ঘুম থেকে উঠুন। সকাল সকাল সেরে নিন গঙ্গাস্নান। এর পর পারলে একটি নতুন পোশাক পরুন৷ তবে তা না থাকলে কোনও সমস্যা নেই। যেকোন শুদ্ধ বস্ত্র পরলেও চলবে৷

Advertisement

Rath Yatra to be held in Puri as per SC's guidelines, Odisha government announces

২. গঙ্গাস্নান সেরে ফেরার পথে এলাকার শিব বা বিষ্ণু মন্দিরে যান৷ পরপর তিনটি মন্দিরে ঢুকে ফল দান করুন৷ এবার ওই তিনটি ফলের একটি অন্তত বাড়িতে নিয়ে আসুন৷ রথযাত্রা তিথির একেবারে শেষের দিকে ওই ফল কেটে পরিবারের সকলকে দিন। নিজেও খান।

[আরও পড়ুন: এবছর রথের দড়িতে টান পড়বে বিকালে! জানেন কেন?]

৩. এবার আসুন পুজোর ঘরে৷ আপনার ঠাকুর ঘরে নিশ্চয়ই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে? উত্তর ‘হ্যাঁ’ হলে এবার মন দিন পুজোর কাজে৷ তিন দেবদেবীর মূর্তিতে ভক্তি ভরে তুলসি এবং গোলাপ ফুল অর্পণ করুন৷ পারলে নিজে হাতে গোলাপ ফুলের মালা গেঁথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার গলায় পরান৷ তিন দেবদেবীকে প্রসাদ হিসাবে গোটা ফল খেতে দিন৷

৪. রথের দিন দানধ্যান করতে কিন্তু ভুলবেন না৷ এদিন এলাকার গরিব মানুষ কিংবা শিশুদের হাতে সাধ্যমতো খাবারদাবার তুলে দিন৷

A child killed in Rath Yatra at Maldah

৫. নিশ্চয়ই জানেন, নির্দিষ্ট সময় অনুযায়ী এদিন রাস্তায় রথ বেরোয়৷ টানতে না পারলে ক্ষতি নেই৷ অন্তত একবার সুযোগ বুঝে রথের রশি স্পর্শ করুন৷ একটি গোটা ফল রথে দিন৷ দেখবেন, আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য৷

[আরও পড়ুন: কবে গড়াবে দিঘার রথের চাকা? কী জানালেন মমতা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement