Advertisement
Advertisement

Breaking News

Lifestyle News

বাড়িতে গণেশ পুজো করছেন? জেনে নিন কী করবেন, কী করবেন না

গণেশ পুজোয় এই নিয়ম না মানলে তুষ্ট হবেন না গণেশ।

Do and Donts of Ganesh Puja 2023| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 18, 2023 8:51 pm
  • Updated:September 18, 2023 8:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023)। ইতিমধ্যেই গণেশ পুজো (Ganesh Puja) নিয়ে নানা প্ল্যান নিশ্চয়ই তৈরি। কিন্তু জানেন কি? গণেশ পুজোয় কিছু নিয়ম না মানলে তুষ্ট হবেন না গণেশ।

রসুন এবং পিঁয়াজ এমন জিনিস যা প্রায় প্রতিটি ভারতীয়দের বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত হয়। যদি আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠিত হয়, তবে আপনার বিশেষভাবে মাথায় রাখতে হবে যে ওই দিন গণেশের ভোগ তৈরি করার সময় রসুন এবং পিঁয়াজ ব্যবহার এড়ানো উচিত।

Advertisement

গণেশ পুজোয় একেবারেই তুলসী ব্যবহার করা যাবে না। গণেশ পুজোয় তুলসী ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায় না।

 

[আরও পড়ুন: গণেশ পুজোয় সেজে উঠুক আপনার ঘরও, কীভাবে সাজাবেন? রইল টিপস]

Ganesh Chaturthi 2023: Do and Donts of Ganesh Puja

আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠা করতে চান তবে একটি নতুন মূর্তি কিনে আনুন। আর পুরনো মূর্তি থাকে তবে তা বিসর্জন করুন। এছাড়াও মনে রাখবেন বাড়িতে গণেশের দুটি মূর্তি রাখা উচিত নয়।

ভগবান গণেশের মূর্তির কাছে সব সময়ই প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন। ঘরের বাইরে গেলে অবশ্যই ঠাকুরের ঘরে আলোর সুব্যবস্থা করে রাখুন। অন্ধকারে ভগবানের মূর্তি দেখা শুভ বলে মনে করা হয় না।

The reason why people are advised to bring the idol of Ganesh with trunk on the left side

 

দেবতার পুজোয় কালো এবং নীল পোশাক পরা উচিত নয়। গণেশের পুজোতেও কালো এবং নীল রঙের পোশাক পরবেন না।

[আরও পড়ুন: গণেশ চতুর্থীতে বাড়িতে সহজেই বানান সুস্বাদু মোদক, রইল রেসিপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement