সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারে সুখ সমৃদ্ধি কে না চান? পরিবারের কল্যাণের জন্য পূজার্চনায় বিশ্বাস করেন অনেকেই। তেমনই ধনতেরসে (Dhanteras 2022) অনেকেই লক্ষ্মী ঘরে আনতে বিশ্বাসী। গয়নার দোকানে ইতিমধ্যেই উপচে পড়ছে ভিড়। অনেকেরই বিশ্বাস এদিন সোনা বা কোনও ধাতু কিনলে সংসারের মঙ্গল হয়। কিন্তু জানেন কি? শাস্ত্রে বলে এদিন বেশ কিছু জিনিস না কেনাই ভাল। চলুন জেনে নেওয়া যাক, এই বিশেষ দিনে কোন কোন জিনিস না কেনা উচিত। আর কোন বস্তুগুলি ঘরে আনলে ফিরবে ভাগ্য।
কী কিনবেন না
- ধনতেরসে সাধারণ লোহা (Iron) কিংবা লোহা দিয়ে তৈরি কোনও বস্তু কিনবেন না। এতে পরিবারের ক্ষতি হতে পারে।
- স্টিলের (Steel) সামগ্রী কেনাও উচিত নয়।
- কাচের সঙ্গে রাহুর যোগ আছে বলে মনে করা হয়। তাই ধনতেরসের দিন কাচের বাসন, শো-পিস, ফটো ফ্রেম এমন কিছুই কিনবেন না।
- শুভক্ষণে ছুরি, কাঁচি, সূচ, বঁটির মতো ধারালো কোনও সামগ্রী কেনা একেবারেই উচিত নয়। তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।
- ধনতেরসের দিন তেল কিংবা ঘি জাতীয় জিনিস কেনাও উচিত নয়। প্রয়োজনের কথা মাথায় রেখে আগে থেকে কিনে বাড়িতে মজুত করে রাখুন।
- কালো রঙের যে কোনও পণ্য যেমন পোশাক বা ব্যাগ বা জুতো বাড়িতে আনবেন না।
- ভুল করেও খালি কলসি বাড়িতে আনবেন না। খুব তাড়া না থাকলে সেটি দিন কয়েক পরে কিনুন। আর ধনতেরসের দিনই কিনলে সেটি বাড়ি আনার আগে তাতে জল ভরে নিন।
কী কিনবেন?
- লক্ষ্মী-গণেশের ছবিযুক্ত রুপো বা সোনার কয়েন কেনা অত্যন্ত শুভ।
- রুপো, তামার বাসনপত্র কেনাও ভাল।
- সোনার যে কোনও রকমের গয়না তো কিনতেই পারেন।
- পকেটে টান থাকলে পড়াশোনার জিনিস যেমন পেন কিনতে পারেন।
- স্বস্তিক চিহ্ন কিনে দরজার সামনে লাগালে বা ঝাড়ু কিনলে তা সংসারে শুভ শক্তি বহন করে আনে।